ক্রিকেট টিম কিনছেন সানি লিওন?
সানি লিওন রিটার্নস। তাঁর ছোটপর্দায় ফিরে আসাটা এ ভাবেই ব্যাখ্যা করছে ইন্ডাস্ট্রি। সৌজন্যে নয়া ক্রিকেট টিম। এ বার নাকি ক্রিকেট টিমের মালকিন হচ্ছেন এই তারকা।
বিষয়টা ঠিক কী?
শোনা যাচ্ছে বক্স ক্রিকেট লিগে চেন্নাইয়ের হয়ে টিম কিনছেন সানি৷ শোনা যাচ্ছে তাঁর টিমের নাম হবে ‘চেন্নাই সোয়েগার’৷ মূলত সেলেবদের নিয়েই এই বক্স ক্রিকেট লিগ হয়ে থাকে৷ জোর গুঞ্জন, সানির টিমে থাকবেন সংগ্রাম সিংহ, মৌনি রায়ের মতো অভিনেতারা৷ তবে এই টিমের ট্রাম্পকার্ড যে সানি নিজেই তা আর বলার অপেক্ষা রাখে না।
তা হঠাত্ ক্রিকেট টিম কেনার ইচ্ছে হল কেন সানির? নায়িকার কথায়, ‘‘আমি ছোটবেলা থেকেই ক্রিকেট ভালবেসে বড় হয়েছি। আর ভারতের মানুষ ক্রিকেট ভালবাসেন। তাই ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলে মানুষের সঙ্গে আমার যোগাযোগ আরও বাড়বে।’’
নিন্দুকেরা অবশ্য বলছেন, ক্রিকেট ভালবেসে নয়, বরং প্রচারের থাকার তাগিদেই ফের এক নতুন রাস্তা বেছে নিলেন সানি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন