ক্রিকেট নিয়ে নতুন শো ‘হাউজদ্যাট’

বিপিএল এর সব খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন। বাঙালির এই ক্রিকেট উন্মাদনা আরও এক ধাপ বাড়িয়ে দিতে গ্রামীণ ফোন আয়োজন করেছে ক্রিকেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। নাম ‘গ্রামীণফোন হাউজদ্যাট’।
এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। তিনি এবারই প্রথম এমন কুইজশো পরিচালনা করলেন। প্রতিদিনের এই শোটি উপস্থাপনা করছেন কলকাতার অভিনেত্রী রোজা পারমিতা দে। গত ১০ নভেম্বর থেকে প্রতিদিন বিপিএল খেলার শেষে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।
অনুষ্ঠান প্রসঙ্গে নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট নিয়ে নির্মিত এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন ক্রিকেট পাগল ৫৪জন প্রতিযোগী। অনুষ্ঠানের প্রতি পর্বে তিনজন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন। সেসব প্রতিযোগীদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন করে প্রতিযোগী উত্তীর্ণ হচ্ছেন কোয়াটার ফাইনালে। এভাবে কোয়াটার ফাইনাল খেলবে ১৮ জন প্রতিযোগী। সেখান থেকে ছয়জনকে নিয়ে শুরু হবে সেমিফাইনাল রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগীদের সঙ্গে যুক্ত হবেন বিনোদন জগতের ছয়জন তারকা শিল্পী। তারা প্রত্যেকেই একজন প্রতিযোগীকে নিয়ে দল গঠন করবেন। এদের মধ্য থেকে চারটি দল সেমিফাইনাল খেলবে। তারপর দুটো দল যাবে ফাইনাল রাউন্ডে।’
শাহরিয়ার শাকিল আরও বলেন, ‘বিপিএল উপলক্ষে এই শোটি করা হলেও এখানে বিশ্ব ক্রিকেটের পাশাপাশি বিপিএল নিয়েও প্রশ্ন আছে। যে কারণে এই শোটি নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনাও হচ্ছে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন