ক্রিকেট মাঠে সুইমিংপুল!
টি-টোয়েন্টি ক্রিকেটের রোমাঞ্চ-উত্তেজনার যুগে ক্রমেই দর্শক হারাচ্ছে টেস্ট ক্রিকেট। তিন ঘণ্টার টি-টোয়েন্টি ক্রিকেট দেখতে স্টেডিয়ামে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রিকেটপ্রেমীরা। উপভোগ করছেন স্বল্প সময়ের মারমুখী ব্যাটিং আর নাটকীয় সব মুহূর্ত। কিন্তু টেস্ট ক্রিকেটের ধ্রুপদি লড়াই দেখার জন্য স্টেডিয়ামে আসছেন খুব কমসংখ্যক মানুষ। ক্রিকেটের আদি সংস্করণকে আকর্ষণীয় ও সময়োপযোগী করে তুলতে নানাবিধ পদক্ষেপ নিয়ে চলেছে আইসিসি। এবার অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও নিয়েছে অভিনব এক উদ্যোগ। আগামী ডিসেম্বরে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য একটি টেস্ট ম্যাচ কিছু দর্শক দেখতে পারবেন সুইমিংপুলে সাঁতার কাটতে কাটতে!
আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ১৫ ডিসেম্বর থেকে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে। গোলাপি বলের দিবারাত্রির টেস্ট ম্যাচ বলে এই ম্যাচের দিকে আগে থেকেই উৎসুক দৃষ্টি ছিল ক্রিকেটবিশ্বের। এবার সেই আকর্ষণ আরো বাড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। প্রচণ্ড গরমের মধ্যেও দর্শক দিবারাত্রির এই ম্যাচ ভালোভাবে উপভোগ করতে পারেন, সে জন্য স্টেডিয়ামে বসানো হয়েছে সুইমিংপুল। এ ছাড়া কিছু ছাউনি, টেবিল ও লম্বা বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে। ক্রিকেটপ্রেমীদের জন্য এটা একটা ‘অভিনব অভিজ্ঞতা’ হবে বলেই মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক বিবৃতিতে তারা বলেছে, ‘মাঠে সুইমিংপুল, লম্বা বেঞ্চ, টেবিল, ছাউনি ইত্যাদির ব্যবস্থা থাকায় দর্শক গরমের হাত থেকে বাঁচতে পারবেন। বিশ্বমানের টেস্ট ক্রিকেট উপভোগ করতে পারবেন আয়েশ করে।’
তবে সুইমিংপুলে নামার সৌভাগ্য ব্রিসবেনের সব দর্শকের হবে না। ভাগ্যবান কিছু দর্শককে বেছে নেওয়া হবে লটারির মাধ্যমে। ব্রিসবেনে প্রথম টেস্টটির পর পাকিস্তান অস্ট্রেলিয়ার বিপক্ষে অপর দুটি ম্যাচ খেলবে মেলবোর্ন ও সিডনিতে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন