ক্রিস গেইলের যে ৩টি রেকর্ডে নাম্বার ওয়ান
ক্রিস গেইল শুধু অবাকই নয় হতবাক করে ফেললেন সবাইকে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে একটি বড় অর্জনের মালিক হয়ে গেলেণ ক্রিস গেইল। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অনেক ভালো ক্রিকেটারের আগমন হলেও টি-টোয়েন্টি ক্রিকেটের যেন পুরোটাই ক্রিস গেইলের। টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক ইতিহাস গড়েছেন ক্রিস গেইল।
প্রথম ব্যাটসম্যান হিসাবে আট হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা টাওয়ালসের হয়ে অপরাজিত ৪২ বলে ৬৪ করার সুবাধে এই কীর্তি গড়েন।
গেইল ২১৭ ম্যাচ খেলে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এছাড়া টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় রানের ইনিংস (১৭৫) গেইলের। সবচেয়ে বেশি ছক্কার মালিকও ক্রিস গেইল।
আর এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে সবাইকে টপকে ৩টি বিশ্বরেকর্ডের মালিক হলেন ক্রিস গেইল। এসব রেকর্ডে টি-টোয়েন্টি ক্রিকেটে এখন নাম্বার ওয়ান হিসাবে নাম লেখালেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন