ক্রিস গেইল ভয়ানক বিপদে পড়তে যাচ্ছেন
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল’এ অংশগ্রহণকারী করা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে হুঁসিয়ারী দিয়েছেন ক্যারিবীয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস।
আইপিএলে অংশ নেওয়া ক্যারিবীয় ক্রিকেটাদের নিয়ে তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি হয় ক্রিকেটাররা আইপিএলে যাক না হয় জাতীয় দলের হয়ে খেলুক। আমরা কারো সিদ্ধান্তে জোর করতে পারবো না। পছন্দ তাদের।’
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যামব্রোস।অ্যামব্রোস বলেন, ‘আমরা শক্তিশালী একটি দল গঠন করতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমাদের সেরা খেলোয়াড়দের বেশীরভাগই আইপিএলে রয়েছে।’
টেস্টে না ফেরার ব্যাপারে এই কিংবদন্তি বলেন, ‘টি-টোয়েন্টি খেলে টেস্টে আসার কোনো দরকার নেই। আমাদের হাতে যেসব ক্রিকেটার আছে, আমরা তাই দিয়েই চালিয়ে নেবো। তবুও ওদের (যারা আইপিএল খেলে) করুণা আমরা চাই না। তবে বিশ্লেষকরা ধারণা করছেন গেইল, পোলার্ড কিংবা ব্র্যাভোদের জাতীয় দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ তারা অনেক সময় জাতীয় দলে থাকাকালীন সময়ে ইচ্ছাকৃত ভাবে খারাপ খেলে, যাতে তারা দল থেকে বাদ পড়ে। কারণ বাদ পড়লেইতো টাকার খেলায় মেতে উঠার সুযোগ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন