ক্লান্তিই ম্যাচে প্রভাব মাশরাফিদের উপর

ফাইনালের মধ্য দিয়ে এশিয়া কাপের পর্দা নেমেছে ৬ মার্চ। ফাইনাল শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পরদিন সকালে (৭ মার্চ) ভারতের উদ্দেশ্যে ছুটেছিল বাংলাদেশ দল। কোন রকম বিশ্রাম ছাড়াই মাত্র একদিন অনুশীলন করে ৯ মার্চ নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে টিম বাংলাদেশ।
টানা খেলা এবং একের পর এক ভেন্যু বদল, গত কিছুদিন বেশ দৌড়ঝাঁপ করে চলতে হচ্ছে বাংলাদেশকে। আর তাতেই একরকম ক্লান্তি ভর করেছে ক্রিকেটারদের মধ্যে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান জানান, ক্লান্তি এবং কন্ডিশনের বৈপরিত্যই মূল পর্বের প্রথম ম্যাচে বিপদে ফেলেছে বাংলাদেশকে। একটানা খেলা এবং ছোটাছুটি দলের খেলোয়াড়দের ক্লান্তি বাড়িয়ে দিয়েছে।
প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে খেলছে গ্রুপ ‘বি’তে। বুধবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষ ছিল মূল পর্বের প্রথম ম্যাচ। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে অপ্রত্যাশিত বাজে খেলে বাংলাদেশ। ম্যাচটা হেরেছে ৫৫ রানে। পাকিস্তান করা ২০১ রানের জবাবে বাংলাদেশ ২০ ওভারে করে ১৪৬ রান।
আকরাম খান বলেন, ‘ক্লান্তিই ম্যাচে প্রভাব ফেলেছে। ক্লান্ত থাকায় বোলারদের বলে গতি কম ছিল। ঐতিহাসিক ইডেনের উইকেট ছাড়াও পারিপার্শ্বিকতাও ছিল বাংলাদেশের বিপক্ষে। আর স্রোতের বিপরীতেই দাঁড় বেয়েছে পুরো দল। গত ম্যাচে পেস বোলাররা স্বাভাবিক ছন্দ দেখাতে পারেননি।’
এশিয়া কাপে ১২ দিনে খেলেছেন পাঁচটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যদিও ২০ ওভারের ক্রিকেট বিধায় ক্লান্তি ততটা গায়ে লাগেনি। তবে এবার বিশ্বকাপেও পিঠাপিঠি খেলা, পাঁচ দিনের মধ্যে প্রথম রাউন্ডে খেলতে হয়েছে তিনটি ম্যাচ। আর শেষ ম্যাচে শুধু বোলিংই খারাপ হয়নি; স্বাভাবিক ছন্দ দেখাতে পারেননি ব্যাটসম্যানরাও।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন