বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ক্লাসিকোতে মেসি বনাম রোনালদো

আগামী শনিবার এল ক্লাসিকোতে বিশ্বসেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে। ম্যাচটি যতোটা না বার্সা-রিয়ালের, তার চেয়ে বেশি লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই। সময়ের দুই বিশ্বসেরা তারকা লড়াই দেখার জন্য মুখিয়ে আছে ফুটবলবিশ্ব।

আগের মৌসুমগুলোর মতো এবারও বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার এল ক্লাসিকোর লড়াই লা লিগার শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে দর্শকদের বিশেষ করে নিরপেক্ষ দর্শকদের কাছে ম্যাচটি তার চেয়েও বেশি কিছু। এটি শুধু একটি ক্লাসিকোর লড়াই নয়; বরং সময়ের দুই সেরা খেলোয়াড় রোনালদো ও মেসির মধ্যকার লড়াই।

গত ২৬ সেপ্টেম্বর লাস পালমাসের বিপক্ষে লা লিগা ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকেই দলের বাইরে রয়েছেন লিওনেল মেসি। ইনজুরি কাটিয়ে সম্প্রতি তিনি বার্সেলোনার অনুশীলনে ফিরেছেন। কাতালান ক্লাবটি আশাবাদী, আগামী শনিবার প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মর্যাদার এল ক্লাসিকোর আগেই পুরো ফিট হয়ে উঠবেন আর্জেন্টাইন অধিনায়ক।

চলতি মৌসুমে পুরো ছন্দে নেই ক্রিশ্চিয়ানো রোনালদো। ১১টি লা লিগা ম্যাচে ৮ গোল করেন তিনি। এই ৮ গোলের পাঁচটিই তিনি এক ম্যাচে এসপানিওলের বিপক্ষে করেন। বাকি তিনটি গোল তিন ম্যাচে করেন। আরো সহজ করে বললে, চলতি মৌসুমের ১১ ম্যাচের সাতটিতেই গোল করতে ব্যর্থ হন সিআর সেভেন। তবে বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে রোনালদো জ্বলে উঠলে আগের ব্যর্থতা নিশ্চিতভাবে সবাই ভুলে যাবে।

২০০৯-১০ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই থেকেই মেসির সঙ্গে রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা শুরু। গেল কয়েক বছর ধরে তো এই দুজনের মধ্যে কে সেরা সেটি নিয়ে তুমুল আলোচনা ও তর্ক-বিতর্ক শুরু হয়।

যদি মেসি এল ক্লাসিকোতে মাঠে ফিরেন তবে সবার প্রশ্ন একটাই, আগামী শনিবার এল ক্লাসিকোতে কে ম্যাচজয়ীর ভূমিকা পালন করবেন- মেসি নাকি রোনালদো? আসুন তার আগে এল ক্লাসিকোতে মেসি ও রোনালদোর পারফরম্যান্স ও পরিসংখ্যান দেখে নেয়া যাক।

রোনালদো স্প্যানিশ লিগে যোগ দেয়ার পর এল ক্লাসিকোতে লিওনেল মেসি পর্তুগিজ সুপারস্টারের চেয়ে দুটি গোল বেশি করেছেন। তবে একটি ম্যাচ বেশি খেলেন আর্জেন্টাইন সুপারস্টার। রোনালদো ২৩টি এল ক্লাসিকো ম্যাচে ১৫টি গোল করেন। আর মেসি ২৪ ম্যাচে করেন ১৭ গোল।

পেনাল্টিতে সফলতায় মেসির চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টিতে রোনালদোর সফলতার হার ৯০.৩৮ শতাংশ। আর মেসির সফলতার হার ৮৬.১১ শতাংশ।

তবে ফ্রি-কিকে রিয়াল মাদ্রিদ সুপারস্টারের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছেন। ফ্রি-কিকে আর্জেন্টিনা অধিনায়কের সফলতার হার ৭.১৯ শতাংশ। আর পর্তুগাল অধিনায়কের সফলতার হার ৬.৭৪ শতাংশ।

ড্রিবলিংয়ে রোনালদোর চেয়ে দ্বিগুণ এগিয়ে লিওনেল মেসি। ম্যাচপ্রতি মেসি ৪.৬৫টি ড্রিবলিং করেছেন। আর রোনালদোর ড্রিবলিংয়ের হার ২.০৪। তবে গোলমুখে শট নেয়ায় মেসির (৪.৯৯) চেয়ে এগিয়ে রয়েছেন সিআর সেভেন (৭.০০)।

এল ক্লাসিকোতে মুখোমুখি লড়াইয়ে রোনালদোর রিয়ালের চেয়ে বেশ এগিয়ে রয়েছে লিওনেল মেসির বার্সেলোনা। ২০০৯-১০ মৌসুমে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ লিগে আসার পর বার্সেলোনা ১২টি এল ক্লাসিকো ম্যাচে জয় পেয়েছে। রোনালদোর দল জয় পেয়েছে ৭টি ম্যাচে। অপর পাঁচটি ম্যাচ ড্র হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি