বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট চলছে
‘ক্লাসে ফেরা নির্ভর করছে সরকারের ওপর’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়া নির্ভর করছে সরকারে নীতি-নির্ধারণী মহলের ওপর। কর্তৃপক্ষ শিক্ষকদের দাবি মেনে নিলে আজকেই ক্লাসে ফিরে যাবেন বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করে হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এ সভাপতি বলেন, ‘দীর্ঘ আট মাস আমরা অপেক্ষা করেছি। এই লাগাতার আন্দোলনের যাওয়ার আগেও নয়দিন অপেক্ষা করেছি। কিন্তু তাদের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে আমরা এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছি।’
বুধবার সকালে কলাভবন সংলগ্ন বটতলার সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি বলেন, ‘সরকারের নীতি-নির্ধারকদের সঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। একটা বৈঠক হলে সমস্যার সমাধান হবে। যদি এমন হয় যে, শিক্ষকরা আন্দোলনে থাকুক তাহলে সমস্যার সমাধান সম্ভব হবে না। আমরা চাই ক্লাস রুমে থাকতে, বাইরে থাকতে চাই না। সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’
ফেডারেশনের মহাসচিব ড. এ এস এম কামাল বলেন, ‘আমরা গতকাল শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি বলছেন, বিষয়টি পুরোপুরি অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারে। আমরা ধরে নিচ্ছি, আন্দোলনকে দীর্ঘসূত্রতার দিকে যে নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য অর্থ মন্ত্রণালয় দায়ী। আমরা ছাত্রছাত্রীদের কাছে ফিরে যেতে চাই। আমাদের অনুরোধ, আজকেই যেন আমাদের দাবি মেনে নেওয়া হয়। তা হলে আজকেই আমরা কর্মসূচি প্রত্যাহার করে নেব।’
এদিকে শিক্ষক ধর্মঘটে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এদিকে জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন।
ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়ে আজ ধর্মঘট পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো বিভাগে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. খবির উদ্দিন জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন