ক্লাস না করায় শিক্ষার্থীকে মারধর!

স্কুলে আসার পরও ঠিক মতো ক্লাস না করায় এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠেছে বরগুনার একটি স্কুলের পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা মোশারেফ হোসেন বাদী হয়ে স্কুল পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন।
শিশুটির পরিবার জানায়, আমতলী পৌরশহরের আব্দুল্লাহ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইডিয়াল স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মান্না (১২)। দুই দিন স্কুলে যাওয়ার পরও ঠিক মতো ক্লাস করতে না পারায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে শ্রেণিকক্ষে বসেই তাকে বেদম মারধর করে স্কুলের পরিচালক আবু হানিফ। এছাড়া দিনভর তাকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। অনেক খোঁজাখুজির পর ওই দিন রাত ৮টার দিকে মান্নাকে স্কুলের একটি কক্ষ থেকে তার বাবা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মান্না বলে, ‘আমাকে লাঠি দিয়ে মারার পর স্কুলের একটি শ্রেণিকক্ষে আটকে রাখে।’
আমতলী হাসাপতালের জরুরি বিভাগের চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হারুন অর রশিদ জানান, শিশুটির হাত, পা, পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। অনেক জায়গা ফুলে লাল হয়ে আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন অভিভাবক জানান, আবু হানিফ গুলিশাখালী ইউনিয়নের গোছখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। ওই স্কুলে কর্মরত থাকার পরও সেখানে ক্লাস না করিয়ে তিনি প্রতিদিন আইডিয়াল স্কুলে পড়াচ্ছেন। এর আগে তিনি দশম শ্রেণির এক ছাত্রকে মারধর করে গুরুতর আহত করেছিলেন।
এ বিষয়ে কথা বলতে আবু হানিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ উল্লাহ জানিয়েছেন, শিশুটির বাবা ২০১৩ সালের শিশু আইনের ৭০ ধারায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

সিলেটে মোহসিন আহমেদ চৌধুরীর বাসভবনে হামলা ও ডাকাতি
নিজস্ব সংবাদদাতাঃ আওয়ামী লীগ নেতা মোহসিন আহমেদ চৌধুরীর সিলেট শহরেরবিস্তারিত পড়ুন

রাবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে বিক্ষোভ
রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান ওবিস্তারিত পড়ুন

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন