ক্ষতিগ্রস্ত কোনও পরিবার ত্রাণবঞ্চিত হবে না: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রচুর খাদ্য মজুদ আছে। ক্ষতিগ্রস্ত কোনও পরিবার ত্রাণ থেকে বঞ্চিত হবে না বলে জানিয়েছেন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শনিবার নোয়াখালী জেলা প্রশাসন আয়োজিত ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।
সভায় ত্রাণমন্ত্রী মায়া জেলা পর্যায়ের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় না যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। এসময় মন্ত্রী জেলা পর্যায়ের কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্টকরণের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকের চাহিদা অনুযায়ী সব ধরনের ত্রাণ পাঠানো হবে। নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৩ বান্ডেল করে টিন ও তৈরি খরচ বাবদ প্রতি পরিবারকে ৯ হাজার টাকা দেওয়া হবে। পরে তিনি কোম্পানীগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ আহমেদ, পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও স্থানীয় সাংবাদিকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন