কার্গো বিমান চলাচলে নতুন নিষেধাজ্ঞা
ক্ষতির মুখে পড়বে পোশাকশিল্প
ঢাকার সঙ্গে যুক্তরাজ্যে সরাসরি কার্গো বিমান চলাচলে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করায় ক্ষতির মুখে পড়বে দেশের তৈরি পোশাক খাত। জরুরি ভিত্তিতে আলোচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।
আজ বৃহস্পতিবার বিকালে বিজিএমইএ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘যুক্তরাজ্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার। গত ২০১৪-২০১৫ অর্থবছরে মোট রপ্তানি হয়েছে তিন বিলিয়ন ডলার। যা রপ্তানি আয়ের ১১ দশমিক ৩৯ শতাংশ। আর ২০১৫-২০১৬ অর্থবছরের ছয় মাসে রপ্তানি হয়েছে দুই বিলিয়ন ডলার। যা মোট রপ্তানির ১২ দশমিক ৪২ শতাংশ। এতে বলা যায়, যুক্তরাজ্য বাংলাদেশের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এ অবস্থায় কার্গো বিমান চলাচলে নিষেধাজ্ঞায় বাংলাদেশের পোশাকশিল্পের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে।’
কারণ হিসেবে সিদ্দিকুর রহমান বলেন, ‘ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে পণ্য পাঠাতে না পারলে তা সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড ও দুবাই হয়ে পাঠাতে হবে। এতে খরচ বাড়বে, সময়ও বেশি লাগবে। ফলে বিশ্ববাজারে আমাদের প্রতিযোগী সক্ষমতা কমবে। যখনই আমরা নতুন নতুন বাজারে অনুপ্রবেশ করছি, তখনই একটি তৈরি হওয়া বাজার পিছনের দিকে হাঁটবে- তা কখনোই কাম্য নয়।’
সরকারের প্রতি দাবি জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘যেহেতু যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে, তাই বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করে সরকারি পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধান হওয়া জরুরি। যুক্তরাজ্য কোন কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানতে হবে এবং প্রয়োজনে একটি ক্র্যাশ প্রোগ্রাম গ্রহণ করে সমাধান করতে হবে।’
সরকারের কাছে অনুরোধ জানিয়ে সিদ্দিকুর রহমান আরো বলেন, ‘অনতিবিলম্বে যুক্তরাজ্য সরকারকে এ দেশের বিমানবন্দরে নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ সরকারের অবহিত করতে হবে।’ এ সময় আগামী ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত গত বছরের ১৯ ডিসেম্বরের পর ঢাকা থেকে অরস্ট্রেলিয়ায় সরাসরি বিমানযোগে পণ্য পাঠানোর ক্ষেত্রে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এর সঙ্গে যোগ হলো যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা। পশ্চিমা দেশগুলোর পক্ষে যুক্তরাজ্যের বিমান নিরাপত্তা বিষয়ক দপ্তর বিশ্বের ২০টি দেশের ৩৮টি ঝুঁকিপূর্ণ বিমানবন্দরের তালিকায় শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।
উল্লেখ্য, শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সংস্থা বাংলাদেশ বিমানের পর্যাপ্ত নিরাপত্তা, প্রয়োজনীয় মেশিনপত্র ও দক্ষ জনবল না থাকার অজুহাতে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। গত মঙ্গলবার যুক্তরাজ্য সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমানকে দেওয়া এক চিঠিতে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের সরাসরি ফ্লাইটে কার্গো পণ্য পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞার কথা জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপকবিস্তারিত পড়ুন
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে ফের স্বর্ণের দামবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের বহরের গাড়ি
আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে সড়কবিস্তারিত পড়ুন