ক্ষমা করিস বাবা, তোক নিয়া যাবার পারনু না
‘ক্ষমা করি দেইস (দিও) বাবা, তোক (তোমাকে) নিয়া যাবার পারনু না (পারলাম না)। আর কোনো দিন তোর আশির্বাদ নিবার (নেওয়ার) সুযোগ হবার (হবে) নয় (না)। হামরা য্যানে (যেন) ভালো থাকি। ভগবানের কাছোত (কাছে) তোক থুয়া (রেখে) গেনু (গেলাম)। ভগবান দেখিস।’
রোববার সকালে ফুলবাড়ী উপজেলা সদরের অভ্যন্তরে দাশিয়ারছড়া ছিটমহলের ছোট কামাত গ্রামে বাবার চিতাভস্মের স্থানে এভাবেই মিনতি করছিলেন সুমন চন্দ্র অধিকারী (২৩)। পরে প্রয়াত বাবার কাছ থেকে আশির্বাদ চেয়ে বাস্তুভিটা ত্যাগ করেন।
সুমন চন্দ্র ছোট কামাত গ্রামে সদ্য প্রয়াত রাজেশ্বর অধিকারীর (৭৫) ছোট ছেলে। রাজেশ্বর অধিকারীর তিন ছেলে, ছেলের বউ, স্ত্রী, নাতি-নাতনিসহ পরিবারের ১০ সদস্য ভারতের নাগরিকত্ব নিতে আবেদন করেছিলেন। তারা ট্রাভেল পাসও গ্রহণ করেন। সকালে দাশিয়ারছড়ার ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ৪৯ জনের সঙ্গে রাজেশ্বরেরও ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন।
বাবার চিতাভস্মের স্থানে (সৎকারের স্থান) দাঁড়িয়ে তাই ছোট ছেলে এভাবেই মিনতি করে আশির্বাদ প্রার্থনা করছিলেন। ওইদিন বিকেলে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে দাশিয়ারছড়ায় নিজ বাড়ির সুপারি বাগানে তার দেহ সৎকার করা হয। এ সময় গ্রামের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
রাজেশ্বরের বড় ছেলে কৃষ্ণ চন্দ্র বলেন, বাবার মৃত্যুতে আমরা পরিবারের নয় সদস্য ভারতে যাচ্ছি। তাদের মধ্যে আছেন রাজেশ্বরের স্ত্রী একাদশী অধিকারী(৬৪), তাদের তিন ছেলে কৃষ্ণ চন্দ্র অধিকারী, শ্রীরাম অধিকারী ও সুমন অধিকারী। তবে রাজশ্বরের এক মাত্র মেয়ে মালঞ্চ অধিকারী ভারতে যাবেন না। কারণ তার বিয়ে হয়েছে কুড়িগ্রামের নাজিমখা ইউনিয়নের গরিয়ালডাঙ্গা গ্রামে। স্বামী পলাশ অধিকারী।
তাই রাজেশ্বরের নয় সদস্যের পরিবারটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে মেয়ে জামাই, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীরা আসেন বিদায় জানাতে। এ সময় কান্না, বিলাপ আর বার মূর্ছা যাওয়ার ঘটনায় এক আবেঘন পরিবেশের সৃষ্টি হয়। ভারী হয়ে ওঠে ছিটের বাতাস।
রাজেশ্বরের স্ত্রী একাদশী বিলাপ করে বলেন, ‘অ্যালা (এখন) ওমাক (ওনাকে) অ্যাটে (এখানে) থুইয়া মুই কেমন করি ভারোতোত (ভারতে) থাকিম। ছেলে সুমন বলেন, বাবার কুব ইচ্ছা আচিল ভারত যাবার। মা যাবার চায় নাই্ তাও এলা যাওয়া নাগবে।
ভারতে গেলেন ৭২ জন
রোববার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলার বাগভাণ্ডার সীমান্ত দিয়ে প্রথম দফায় ভারতের ট্রাভেল পাসধারী ৭২জন নাগরিক ভারতে প্রবেশ করে। তাদের দীর্ঘ দিনের অপেক্ষার পালা শেষ। শুরু হলো নতুন দেশের নতুন জীবন। কেমন হবে সে জীবন? সে আশঙ্কা মেনে নিয়েই অনেক সুখ স্মৃতি রয়ে গেল বাংলাদেশে। হৃদয় ভাঙা মন আর অশ্রু চোখে অব্যক্ত উচ্চারণ ‘গুড বাই বাংলাদেশ’। তাদের বহন করে দুটি বাস এবং ১০টি মালামালের পিকাপ ভ্যান সরাসরি ভারতের অভ্যন্তরে যায় অস্থায়ী আশ্রয় ক্যাম্পে। এ ভাবেই পরিসমাপ্তি ঘটলো ৬৮ বছরের বন্দিদশার এবং নিজ পছন্দের দেশে বসবাসের।
বাপ দাদার ভিটে-মাটি চিরতরে ফেলে রেখে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার ১০ পরিবারের ৪৯ জন নারী পুরুষ ও শিশু। কালিরহাট বাজারে জড়ো হয়ে তারা তাদের মূল ভূ-খণ্ড ভারতে চলে যান। সে দেশের নাগরিকত্ব গ্রহণকারী ৪৯ জন সকালে তাদের মালামালসহ কালিরহাট বাজার থেকে বাস ও ট্রাকে করে ভূরুঙ্গামারীর বাগভাণ্ডার পৌঁছে। একই ভাবে ভুরুঙ্গামারীর ছোট গাড়লঝোড়ার ৫ পরিবারের ২৩জন মালামাল নিয়ে বাগভাণ্ডার সীমান্তে পৌঁছে।
এসময় তাদের তদারকি করেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তা অভিজিত রায়, ফারুক আজম ও অরূপ চক্রবর্তী। বাগভাণ্ডার সীমান্তে এসব ভারতীয় নাগরিকদের বিদায় অভ্যর্থনা জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম সেলিম, ৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন, ভুরুঙ্গামারী ইউএনও মামুন ভূইয়া, ফুলবাড়ীর ইউএনও নাসির উদ্দিন মাহমুদ, নাগেশ্বরীর ইউএনও আবু হায়াত মো. রহমত উল্লাহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সোলেহ মারফ, নবি নেওয়াজ, ওসি জিয়া লতিফ, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ। তারা মিষ্টি খাইয়ে ও ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে ৭২ জন ভারতীয় নাগরিককে বিদায় জানান।
ভারতের সাহেবগঞ্জ সীমান্তের অভ্যন্তরে তাদের এই নতুন নাগরিকদের বরণ করতে প্যান্ডেল সাজানো হয়েছে। তারাও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। এ সময় ভারতের কুচবিহার জেলার ডিএম শ্রী পিউল গানাথন, ১০১ সাহেবগঞ্জকোম্পানি কমান্ডার অনিন্দ ঘোষসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্তবর্তী পূর্ব সাহেবগঞ্জের সাধারণ মানুষ হাত নেড়ে তাদের সাদর অভ্যর্থনা জানায়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন