ক্ষমা চাইলেন গেইল

চলতি আইপিএলে দলের সামগ্রিকভাবে খারাপ ফলের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন বেঙ্গালুরুর বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল।
ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটিং দানব বলেন, ‘সমর্থকদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। এ মরশুমে আমরা একদমই ভালো খেলতে পারিনি। নিজের পারফরম্যান্স এবং সমগ্র দলের পারফরম্যান্সে আমি হতাশ। আশা করি আগামী মরশুমে দল ঘুরে দাঁড়াবে এবং ভালো ফল করবে। ’
এছাড়া, দলের খারাপ সময়ে সমর্থকরা পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে জামাইকান আরও বলেন, ‘দলের এই খারাপ সময়ও সমর্থকরা মাঠে এসে আমাদের সমর্থন করেছেন, মনোবল বাড়িয়েছেন। এ জন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ’।
প্রসঙ্গত, দশম আইপিএলে ১৩টি ম্যাচ খেলে ২টি মাত্র ম্যাচ জিতেছে বিরাট বাহিনী। ব্যাক্তিগত গেইলেরও মরশুমটা ভালো যায়নি। ৮টি ম্যাচ খেলে গেইলের সংগ্রহ ১৫২ রান। সর্বোচ্চ গুজরাতের বিপক্ষে খেলা ৭৭ রানের লড়াকু ইনিংস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন