ক্ষমা চেয়েছেন অ্যাজালিয়া
বর্ণবাদী মন্তব্য করে টুইটার অ্যাকাউন্ট খুইয়েছেন শিল্পী অ্যাজালিয়া ব্যাংকস। শুধু তাই-ই নয়, সংগীতপ্রেমীরাও চটেছেন এই আফ্রো-আমেরিকান শিল্পীর ওপর। নিজের মন্তব্যের জন্য গত শনিবার মাঝরাতে ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন তিনি।
‘রাগের বশে অকরণে লাখ লাখ মানুষকে অপমান করেছি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’ গত শনিবার মাঝরাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কথাগুলো লেখেন তিনি। গত সপ্তাহে ব্রিটিশ শিল্পী জায়ান মালিককে নিয়ে টুইটারে অশালীন মন্তব্য করেন অ্যাজালিয়া। এতে ‘বর্ন অ্যান্ড ব্রিড উৎসব’ থেকে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়। নীতিমালা লঙ্ঘন করায় বৃহস্পতিবার তাঁর অ্যাকাউন্টটিও স্থগিত করে টুইটার।
অ্যাজালিয়া ব্যাখ্যা করেন, ‘লাইক আই উড’ গানের ভিডিওটি তাঁর ‘জাংগ র্যাপাংজেল’ থেকে নকল করা। সে জন্যই বিরক্ত হয়েছেন তিনি। জায়ান এ ঘটনা প্রথম ঘটালেন তা নয়। এর আগেও তাঁর ভিডিও নকল করেছেন অনেকে, কিন্তু স্বীকার করেননি। জনপ্রিয়তার কারণে সেসব তাঁদের নিজেদের সম্পদ হয়ে গেছে।
তবে মাথা ঠান্ডা হওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন অ্যাজালিয়া। তিনি লিখেছেন, ‘জাতি, বর্ণ, যৌন অবস্থান নিয়ে কারও সঙ্গে মজা করা বা অবমাননাকর আচরণ করা সত্যিই গ্রহণযোগ্য নয়।’ গার্ডিয়ান ও ইয়াহু
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন