‘ক্ষুধার্ত’ থাকবেন হরভজন বাংলাদেশ সফরে
লম্বা সময় পর ভারতের টেস্ট দলে ফেরা হরভজন সিং সাফল্যের জন্য ক্ষুধার্ত থাকবেন বলে জানিয়েছেন দলটি পরিচালক রবি শাস্ত্রি। একটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। ১০ জুন নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। ২০১৩ সালের মার্চের পর টেস্ট দলে ফিরেছেন হরভজন। ১০১ টেস্টে ৪১৩ উইকেট পাওয়া এই স্পিনারকে নিয়ে শাস্ত্রি বলেন, “সে এমন একজন বোলার, যার ভেতরে আগুন আছে। আসল কথা হলো, সে লম্বা সময় পর দলে ফিরেছে এবং আমি বিশ্বাস করি, নিজের ক্যারিয়ারের নতুন শুরুর জন্য সে ক্ষুধার্ত থাকবে। এটা (বাংলাদেশ সফর) তার জন্য চ্যালেঞ্জিং হবে।”
“তার দলে ফেরাটা দেখা আনন্দের। আমি মনে করি, বোলিং লাইনআপে অশ্বিনের সঙ্গে তার খুবই ভালো সমন্বয় হবে। দুজনেই এখন অভিজ্ঞ বোলার। ডানকান ফ্লেচারকে বিদায় করে দেওয়ার পর থেকে নতুন কোচের খোঁজে আছে ভারত। শাস্ত্রিকে দিয়েই আপাতত কোচের কাজ চালিয়ে নিচ্ছে দলটি। বাংলাদেশ সফরের জন্য ক’দিন আগে ভারত দলের টিম ডিরেক্টর হন শাস্ত্রি। বাংলাদেশ-ভারত তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৮ জুন। ২১ ও ২৪ জুন হবে পরের দুই ওয়ানডে। তিনটি ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন