ক্ষোভ আড়াল করতেই তারেককে আক্রমণ করে বক্তব্য
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুৎসামূলক আক্রমণের গুঢ় রহস্য হচ্ছে গত কয়েকদিন ধরে গণগ্রেফতার ও ক্রসফায়ার নিয়ে সরকারের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ জন্মেছে সেটিকে আড়াল করা।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আক্রোশের কারণ হচ্ছে- শেখ হাসিনা হাজারো কুৎসা ও মিথ্যা প্রচারণা চালানোর পরও বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি মজবুত আসন করে নিয়েছেন, যা অন্য কেউ পারেনি।
তিনি বলেন, তারেক রহমান সম্পর্কে গত শনিবার প্রধানমন্ত্রীর বক্তব্য অহংকার, ঔদ্ধত্য ও অপরিণামদর্শী। তার এই বক্তব্য দেশের মানুষকে স্তম্ভিত করেছে। ওই বক্তব্য দেশের রাজনীতিতে বিচ্ছেদ, বিনাশ ও ব্যবধানের মাত্রা বাড়িয়ে তুলবে। রাজনৈতিক সঠিকতা অন্ধকারে হারিয়ে যাবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, হত্যার জন্য হুমকি-ধমকি এটা বাংলাদেশের বর্তমান শাসকদলের বৈশিষ্ট্য। উন্নত গণতান্ত্রিক দেশে কোনভাবেই সম্ভব নয়, এটি বর্তমানে কেবলমাত্র বাংলাদেশেই সম্ভব। লন্ডনে বসবাসকারী কোনো ব্যক্তি যদি অন্য কাউকে হত্যার হুমকি দেয়, সেই ব্যক্তি কি আইনের হাত থেকে রেহাই পেতে পারে? বৃটেনের সরকারি দল কি বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রভু হয়ে বসে?
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশের মানুষ ক্রসফায়ারের হুমকির কথা শুনেছে, প্রধানমন্ত্রীর তর্জন-গর্জন শুনতে শুনতে এদেশের মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে ক্রসফায়ারের হুমকি দেয়ার পর পুলিশ হত্যার লাইসেন্স পেয়ে যায়। পুলিশ প্রধানমন্ত্রীর ক্রসফায়ারের হুমকিকে সর্বোচ্চ ব্যবহার করে। যার শিকার হয়ে ব্যাংকার, ছাত্রসহ সাধারণ মানুষও ভয়াবহ পুলিশি নির্যাতনে পিষ্ট হচ্ছে।
প্রসঙ্গত শনিবার জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজের একাংশের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী বলেছিলেন, তারেক রহমান লন্ডনে বসে হুমকি-ধমকি দিচ্ছেন, তার ভাগনি বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এছাড়া স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকেও হত্যার হুমকি দেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন