কয়টা পর্যন্ত খেলা না হলে ম্যাচ পরিত্যক্ত হতে পারে?
বৃষ্টির প্রকোপ কমেছে। তবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে এখনো। উইকেট ঢেকে রাখা হয়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় জানা যাবে ম্যাচের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। বৃষ্টি পুরোপুরি থামলে ৪৫ মিনিটের মত সময় লাগবে মাঠ খেলার উপযোগী করতে। আর বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিটের মধ্যে খেলা শুরু করা না গেলে পরিত্যক্তই ঘোষণা করা হতে পারে ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেটি।
বাংলাদেশ যখন শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠছিল তখনই বৃষ্টি হানা দেয়। ইনিংসের ৩১.১ ওভারের সময় ভারী বৃষ্টি নামে। টাইগারদের সংগ্রহ ১৫৭/৪। তারপর থেকেই খেলা বন্ধ রয়েছে। তামিম ৬৪ ও মাহমুদউল্লাহ ৪৩ রানে অপরাজিত আছেন। টসের পরও একদফা বৃষ্টি নেমেছিল। তখন নির্ধারিত সময়ের ২৫ মিনিট পরে খেলা শুরু হয়।
দ্বিতীয়দফা বৃষ্টি শুরুর আধাঘণ্টা পরই ক্রিকইনফো শঙ্কা প্রকাশ করে লিখেছিল, ম্যাচে লম্বা বিরতির আশঙ্কা রয়েছে। বিরতিটা দীর্ঘ হলে বাংলাদেশের হয়তো আর ব্যাটিংয়েই নামা সম্ভব হবে না। তখন বৃষ্টি আইনে আইরিশদের সামনে লক্ষ্য নির্ধারিত হবে। সেটাই হয়তো সত্যি হতে যাচ্ছে!
এর আগে স্বাগতিকদের পেস তোপ আর বাজে শটের মিশেলে দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। মালাহাইডের সবুজ উইকেটে দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদে সেই বিপদ কাটিয়ে উঠেছে টাইগাররা। দলীয় সংগ্রহকে দেড়শর উপর টেনে নিয়ে ফিফটি তুলে এগোচ্ছেন তামিম, আর অপেক্ষায় রিয়াদ।
ডাবলিনে মেঘাচ্ছন্ন আবহাওয়া। বৃষ্টিতে খেলাই শুরু হল খানিকটা পরে। মাঠে সবুজ গালিচার আউটফিল্ড থেকে পিচ আলাদা করা কঠিন। কন্ডিশন বিচারে এমন উইকেটে ব্যাটসম্যানদের জন্য চোখ রাঙানিই অপেক্ষা করার কথা। মাঠের খেলাতেও শুরুতে সেটাই সামনে এল। পোর্টারফিল্ডের টস জেতার সুবিধাটা ভালোভাবেই কাজে লাগালেন আইরিশ বোলাররা।
গুছিয়ে ওঠার আগেই সৌম্যর বিদায়। দ্বিতীয় ওভারে বাঁহাতি উদ্বোধনীর উইকেট হারায় বাংলাদেশ। ৭ বলে এক চারে ৫ রানে ফেরেন সৌম্য। পিটার চেইসের আগের শর্ট বলটি না খেলে ছেড়েছিলেন। পরের বলে ঠিকমতো খেলতে পারলেন না। ব্যাটের কানা ছুঁয়ে সেটি জমা পড়ে উইকেটরক্ষক নেইল ও’ব্রায়েনের গ্লাভসে।
বাজে শটে উইকেট বিলিয়েছেন সাব্বির। একদিন আগে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত শতক করা ডানহাতি ব্যাটসম্যান এদিন রানের খাতাই খুলতে পারেননি। চেইসের বলে পাগলাটে শট খেলে বাতাসে বল ভাসিয়ে থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন টিম মারটাগের তালুতে।
তামিমের সঙ্গে প্রতিরোধ জমে ওঠার আগে দ্রুতই মুশফিক সাজঘরে হাঁটা দিলে বিপদ বাড়ে টাইগারদের। মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৩ রানে ম্যাকার্থির বলে অযথা খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছেন উইলসনকে।
আরেকটি বাজে শটে মুশফিককে অনুসরণ করে অধিনায়ক সাকিব সেই বিপদ আরো কয়েকগুণ চড়িয়ে যান। ২ চারো ১৬ বলে ১৪ তে থেমেছেন টাইগার অলরাউন্ডার। তামিমের সঙ্গে জুটিটা যেই না জমে উঠছে, তখনই অফস্টাম্পের বাইরের বলে চড়াও হয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।
নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার জায়গায় নেতৃত্বের ভার সামলাচ্ছেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান। ত্রিদেশীয় এই সিরিজে স্বাগতিকরা ছাড়াও টাইগারদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন