কয়েলের আগুনে ছাত্রের শরীরে শিক্ষকের ছ্যাকা
ময়মনসিংহের গফরগাঁওয়ে কয়েলের আগুন দিয়ে ছাত্রের শরীরে ছ্যাকা দিলেন গৃহশিক্ষক ইসমাইল হোসেন। ওই ছাত্রের নাম ফাতিন বাগদাদি (১২)। সে ইসলামিয়া সরকারি হাই স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী এং পৌর এলাকার ষোলহাসিয়া গ্রামের প্রবাসী হাবিবুর রহমানের ছেলে।
ফাতিনের মা জানান, ‘বারবাড়িয়া হাই স্কুলের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন ফেব্রুয়ারি মাস থেকে ফাতিনকে বাসায় পড়ানো শুরু করে। গত বুধবার সন্ধ্যায় ফাতিনকে পড়াতে আসে তার গৃহশিক্ষক। এক পর্যায়ে ইসমাইল হোসেন শাসন করতে গিয়ে ফাতিনের শরীরে জ্বলন্ত কয়েল চেপে ধরে। এসময় ফাতিনের চিৎকারে আমি ঘরে ছুটে আসি’।
ফাতিনের মা আরও জানান, ‘ছ্যাকা দেয়ার বিষয়ে জানতে চাইলে শিক্ষক ইসমাইল কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে ফাতিনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। ফাতিন এখন ভয়ে স্কুলে যেতে চাচ্ছে না’।
ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফাতিনের ক্লাস টিচার দিলীপ কুমার জানান, ঘটনার পর থেকে ফাতিন বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে।
এ বিষয়ে শিক্ষক ইসমাইল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন