খতনায় যৌনাঙ্গের সংবেদনশীলতা নষ্ট হয়?
পুরুষদের খতনা করানো মুসলিমদের জন্য বাধ্যতামূলক। তবে দেশে দেশে খতনার পদ্ধতি নিয়ে দ্বিমত রয়েছে। এক পক্ষ মনে করে, এটি একটি অপ্রয়োজনীয় অস্ত্রোপচার। অন্য পক্ষের মতে, এর স্বাস্থ্যগত সুবিধা রয়েছে এবং এটি ধর্মীয় অধিকার।
নতুন এক গবেষণা এই বিতর্ককে আরো জোরালো করেছে। তাদের দাবি, খতনা শিশুদের লিঙ্গের সংবেদনশীলতা কমায় না। যদিও এর আগে বিপরীত দাবিটাই করা হয়েছিল।
গবেষণা নিবন্ধটি ইউরোলজি জার্নালে প্রকাশিত হয়েছে। ১৮ থেকে ৩৭ বৎসর বয়সী ৬২ জন পুরুষের ওপর এই গবেষণা চালানো হয়। তাদের ৩০ জনের খতনা করানো ছিল এবং ৩২ জনের ছিল না।
গবেষকরা তাদের লিঙ্গের সংবেদনশীলতা পরীক্ষা করেন। পরীক্ষায় স্পর্শ, উষ্ণতা এবং লিঙ্গের বিভিন্ন দিকে ব্যথা শনাক্ত করার চেষ্টা করা হয়। দুই গ্রুপের মধ্যে পরীক্ষার পর গবেষকরা কোনো পার্থক্য খুঁজে পাননি। চার সপ্তাহের গবেষণায় পুরুষদের যৌন সক্ষমতার বিষয়টিও পরীক্ষার করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের যৌন সঙ্গম, যৌন তৃপ্তি এবং সার্বিক সন্তুষ্টির বিষয়টি পরিমাপ করা হয়।কিন্তু দুই গ্রুপের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়নি।
কানাডার কুইনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক জেনিফার বোসিও বলেন, খতনার সঙ্গে লিঙ্গের সংবেদনশীলতা কমার যোগসূত্র আছে কিনা তা জানার জন্য আমরা সরাসরি স্পর্শ, উষ্ণতা এবং লিঙ্গের বিভিন্ন দিকে ব্যথা শনাক্ত করার জন্য আমরা উভয় গ্রুপের মধ্যে পরীক্ষা চালাই। আমরা দুই গ্রুপের লিঙ্গের সংবেদনশীলতার মধ্যে পার্থক্য খুঁজে পায়নি। আমরা প্রাথমিক তথ্যপ্রমাণে খুঁজে পেয়েছি, লিঙ্গের অগ্রভাগের চামড়া অধিক সংবেদনশীল অংশ নয়।
ঐতিহাসিকভাবে তরুণদের হস্তমৈথুন থেকে বিরত রাখার জন্য খতনার প্রচলন। এছাড়া দাবি করা হয়, এটি লিঙ্গের ক্যানসারের প্রাদুর্ভাবের হার কমায় এবং সংক্রমণ থেকে বাঁচায়। ইহুদি এবং মুসলিম সম্প্রদায়দের মধ্যে খতনা পদ্ধতি প্রচলিত।
এই সংক্রান্ত আরো সংবাদ
মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন
হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন