খনি শ্রমিকদের পিটুনিতে মন্ত্রী নিহত

বলিভিয়ার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী রডোলফো ইলানেস খনি শ্রমিকদের পিটুনিতে নিহত হয়েছেন। শ্রম আইন পরিবর্তনের দাবিতে তারা তাকে অপহরণ করেছিল।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এক্ষেত্রে পাওয়া সকল লক্ষণ থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আমাদের উপ-মন্ত্রী রডোলফো ইলানেসকে কাপুরুষোচিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে।’
ইলানেস দেশের পশ্চিমাঞ্চলীয় পানদুরো শহরে বিক্ষোভরত খনি শ্রমিকদের অবরোধ দেখতে গেলে তারা মন্ত্রীকে অপহরণ করে নিয়ে যায় এবং পরে তাকে হত্যা করে।
এর আগে ইলানেস স্থানীয় সংবাদমাধ্যমকে টেলিফোনে বলেছিলেন, ‘আমি অনেক ভালো রয়েছি। কেউ আমাকে আঘাত করেনি।’
তবে পরে সাংবাদিকরা জানান, সরকারি এ কর্মকর্তা নিহত হয়েছেন। একটি বেতার কেন্দ্রের পরিচালকের বরাত দিয়ে তারা একথা জানান। ওই পরিচালক বলেন, তিনি মন্ত্রীর লাশ দেখেছেন।
এদিকে পৃথক এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী রেমি ফারিরা জানান, এ ঘটনায় ১০০ থেকে ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে।
খনি রেয়াত ও বেসরকারি বা বিদেশী বিভিন্ন কোম্পানিকে কাজের অধিকার দেয়ার দাবিতে বিক্ষোভকারীরা একটি মহাসড়ক অবরোধ করার পর এ সপ্তাহে খনি শ্রমিকদের বিক্ষোভ সহিংস রূপ নেয়।
এতে বুধবার দুই শ্রমিক নিহত হলেও সরকার একজন নিহত হওয়ার কথা স্বীকার করে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন