খাগড়াছড়িতে পাঁচ বাঙালি সংগঠনের ডাকে হরতাল চলছে
পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী জাতীয় সংসদে পাস করার প্রতিবাদে খাগড়াছড়িতে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। বাঙালিদের পাঁচটি সংগঠনের ডাকে খাগড়াছড়িতে দ্বিতীয় দফার এই হরতাল পালিত হচ্ছে অনেকটা ঢিলেঢালাভাবে।
এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার প্রথম দফায় হরতাল পালিত হয়েছে।
হরতালের সমর্থনে খাগড়াছড়ির জেলা শহরে এখন পর্যন্ত কোনো পিকেটিং করতে দেখা যায়নি। তবে শহরতলি ও উপজেলায় হরতালের সমর্থনে পিকেটিং করার খবর পাওয়া গেছে।
এদিকে, হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লার ও আন্তউপজেলা সড়কে যান চলাচল বন্ধ থাকলেও জেলা শহরে সীমিতসংখ্যক টমটম চলাচল করতে দেখা গেছে। তবে দোকানপাঠ খোলেনি। আজ হাটবার হওয়ায় হেঁটে দূরদূরান্ত থেকে চাষিদের কৃষিপণ্য আনতে দেখা গেছে।
গতকাল বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোকে পুলিশি নিরাপত্তায় শহরে প্রবেশ করানো হয়। হরতালকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে খাগড়াছড়ির নিরাপত্তাব্যবস্থা।
গত ১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৪টি সংশোধনী ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। ৯ আগস্ট আইনটি অধ্যাদেশ আকারে জারি করা হয়। পরে ৬ অক্টোবর আইনটি জাতীয় সংসদে পাস করা হয়।
সংশোধিত আইনটি বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় এর আগেও মশাল মিছিল, হরতাল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও পার্বত্য গণপরিষদসহ পাঁচটি বাঙালি সংগঠন।
এই সংক্রান্ত আরো সংবাদ
খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন
উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আরিফা বেগম নামে একবিস্তারিত পড়ুন