খাগড়াছড়িতে রাস্তার পাশে মিলল ব্যবসায়ীর লাশ
পাওনা ১০ লাখ টাকা আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন খাগড়াছড়ির কম্পিউটার ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৪৫)। আজ বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের ১০ নম্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তোফাজ্জল খাগড়াছড়ি শহরের মিলনপুর এলাকার বাসিন্দা। তিনি তিন সন্তানের জনক। তার বাবার নাম আবুল কালাম। এ ব্যাপারে খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, লাশ খাগড়াছড়ি হাসপাতালে আনা হচ্ছে। ময়নাতদন্তের পর জানা যাবে ঘটনাটি হত্যা ও দুর্ঘটনা। তবে তার মাথার পেছনে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।
কম্পিউটার ব্যবসায়ী তোফাজ্জলের বড় ভাই বেলায়েত হোসেন জানান, তার ছোট ভাই (তোফাজ্জল হোসেন) কয়েক দিন আগে রাঙামাটির বাঘাইছড়িতে প্রায় ১০ লাখ টাকার কম্পিউটর সরবরাহ করেন। ওই টাকা আনতে বুধবার বিকালে বাঘাইছড়ি যান এবং আজ ভোরে নিজে মোটরসাইকেল চালিয়ে খাগড়াছড়ির ফিরছিলেন। সকালে তিনি খবর পান তার ভাইয়ের লাশ রাস্তার ওপর পড়ে আছে।
স্থানীয় মাইক্রোবাসচালক গিয়াস উদ্দিন জানান, তোফাজ্জল হোসেনের ডান কপালে আঘাতের চিহৃ আছে। পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি দাঁড়ানো অবস্থায় ছিল। মোটরসাইকেলটির কোনো ক্ষতি হয়নি। ফলে এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন
উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আরিফা বেগম নামে একবিস্তারিত পড়ুন