বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যের ১০ বছর করে সাজা

বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন খাগড়াছড়ির বিশেষ ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁদের দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইবুন্যাল এই রায় ঘোষণা করেন। এ সময় তিন আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছুটনা গ্রামের বাসিন্দা জেএমবির চট্টগ্রাম অঞ্চলের দ্বিতীয় শীর্ষ নেতা আবদুর রহিম ওরফে জাহিদ হোসেন, খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার শান্তিপুর গ্রামের দেলোয়ার হোসেন ও মো. ইউনুছ।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর একই ঘটনায় এই তিন আসামিসহ পাঁচজনকে অস্ত্র আইনে করা মামলায় সাত বছর করে কারাদণ্ডাদেশ দেন জেলা ও দায়রা জজ মো. ইনামুল হকের বিশেষ ট্রাইবুন্যাল। রাষ্ট্রপক্ষের নয়জনের সাক্ষী শেষে দীর্ঘ সাত বছর পর এ রায় ঘোষণা করা হয়।

খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, জেলার মাটিরাঙা উপজেলার দুর্গম শান্তিপুর এলাকায় ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় নিরাপত্তাবাহিনী। তারা প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেনেড, ডেটোনেটর ও গান পাউডারসহ বিভিন্ন বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে এবং চারজনকে আটক করে। পরে আরো একজনকে আটক করা হয়। পরদিন পাঁচজনকে আসামি করে ১৯০৮ সালের অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের ৪ ধারাসহ ২০০৮ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(১)(খ) ধারায় মাটিরাঙা থানায় দুটি মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০০৯ সালের ১১ ডিসেম্বর দুটি মামলায় অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ও মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। এর মধ্যে অস্ত্র আইনে করা মামলায় পাঁচজন এবং বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় তিনজনকে আসামি করা হয়।

এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে আজ খাগড়াছড়ির আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন

উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা

খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন

  • খাগড়াছড়িতে দোকানঘরে ট্রাক, নিহত ৭
  • পাহাড়ে উত্তেজনা: এসএসসি পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি
  • ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে জখম
  • খাগড়াছড়ি বেলুনে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ
  • সাত মাস ধরে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণ : দুই জন রিমান্ডে
  • খাগড়াছড়িতে অবরোধ, পানছড়িতে চলছে হরতাল
  • ফেসবুকে ধর্মীয় অপপ্রচার ও উসকানি, খাগড়াছড়িতে যুবক আটক
  • বিপুল চাকমার মুক্তি চেয়ে পানছড়িতে হরতালের ডাক
  • খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে সড়ক ও নৌ পথ অবরোধ
  • “ আজ দুই জেলায় সকাল-সন্ধা হরতাল পালন হচ্ছে “
  • “৩০ শে অক্টোবর রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে অবরোধ “
  • খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি