খাগড়াছড়ি বেলুনে গ্যাস দেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ
খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বেলুনে গ্যাস দেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে বিজয় দিবসের অনুষ্ঠানের সময় খাগড়াছড়ি আউটার স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন পুলিশ সদস্য মো. শাহীন, মো. ইসমাইল, মাটিরাঙ্গা ভূমি অফিসের কর্মচারী বিরেন্দ্র ত্রিপুরা, গ্যাস সিলেন্ডার এর মালিক তুলসি রানী ঘোষ ও শিশু পল্লব চৌধুরী। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিরেন্দ্র ত্রিপুরার পায়ের হাটু নীজের অংশ ও পুলিশ সদস্য শাহীনে পায়ের গোড়ালির নীচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, স্টেডিয়ামে জাতীয় দিবসের অনুষ্ঠানের জন্যে উড়ানোর বেলুনে গ্যাস দেওয়া হচ্ছিল। সে সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: মজিদ আলী ঊর্ধতন কর্মকর্তারা হাসপাতালে যান এবং আহতদের খোজ-খবর নেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
খাগড়াছড়িতে সাংবাদিককে পেটালেন যুবলীগ নেতা
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় নুর নবী অন্তর নামে স্থানীয় এক সাংবাদিককেবিস্তারিত পড়ুন
উপজাতি গৃহবধূকে পাহাড়ের নিচে গলা কেটে হত্যা
খাগড়াছড়ির গুইমারা দুর্গম এলাকায় পাহাড়ের নিচ থেকে মহিনী ত্রিপুরা (৩৫)বিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস দিয়ে আরিফা বেগম নামে একবিস্তারিত পড়ুন