খাদিজাকে নিয়ে সজলের গান (ভিডিও)
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নারগিসের ওপর চাপাতি হামলা চালায় বদরুল আলম নামে এক বখাটে। এই হামলার অক্টোবরে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। সেই প্রতিবাদে অংশ নিতে গান লিখলেন তারেক আনন্দ।
‘সং অব খাদিজা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন পাওয়ার ভয়েস-খ্যাত সজল। সুর করেছেন সজীব দাশ ও সজল। সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাশ। সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে।
গান প্রসঙ্গে সজল বলেন, ‘খাদিজার ওপর হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। একজন মানুষ কীভাবে আরেকজন মানুষকে নির্মমভাবে আঘাত করতে পারে! ঘটনার পরদিনই আমি লিরিক হাতে পাই। সেই রাতেই সুর করি। আমরা এটাকে শুধু গান বলব না, আমাদের এটাই প্রতিবাদ।’
সুরকার সজীব দাশ বলেন, ‘অনেক গানের সুর-সঙ্গীত করেছি। এ গানটি করতে গিয়ে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। বারবার চোখের সামনে সেই নির্মম আঘাতের চিত্রই ভেসে উঠছিল। এটা সারাদেশের মানুষের সঙ্গে আমাদের গানের মাধ্যমে প্রতিবাদ।’
এদিকে গীতিকার তারেক আনন্দ জানান, বিবেকের তাড়না ও দায়বদ্ধতার কারণে গানটি লেখা। শুধু খাদিজাই নয়, এ রকম অনেক ঘটনাই সমাজে প্রতিনয়ত ঘটছে। খাদিজাকে সামনে রেখে ন্যাক্কারজনক সব ঘটনার প্রতিবাদ ‘সং অব খাদিজা’।
https://youtu.be/SZUpARxKA5o
এই সংক্রান্ত আরো সংবাদ
সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)
সেলুন ব্যবসার আড়ালে চলছে নতুন করে অবৈধ অন্য কিছু (ভিডিও)বিস্তারিত পড়ুন
দিন-দুপুরে মেয়েটির ভঙ্গি দেখে অবাক সবাই! (ভিডিওসহ)
দিন-দুপুরে মেয়েটি যা করল দেখলে আপনিও টাস্কি খাবেন! দিন-দুপুরে মেয়েটিবিস্তারিত পড়ুন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম (ভিডিওসহ)
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম। তিনি চীনে অনুষ্ঠেয় আগামীবিস্তারিত পড়ুন