খাদিজাকে হত্যাচেষ্টা মামলায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ

সিলেট সরকারি মহিলা কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যাচেষ্টা মামলায় আরো ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।
সিলেট মহানগর মূখ্য হাকিম সাইফুজ্জামান হিরুর আদালতে রবিবার সকাল ১১টায় তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে দুপুরে শেষ হয়।
আদালতের এপিপি মাহফুজুর রহমান জানান, খাদিজা হত্যাচেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে আজ ১৫ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন।
তাদের মধ্যে রয়েছেন- খাদিজার বাবা মাসুক মিয়া, মা মনোয়ারা বেগম, বদরুলের জবানবন্দি গ্রহণকারী বিচারক উম্মে সরাবন তহুরা, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আতাউল গণি, মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ, প্রত্যক্ষদর্শী তামান্না প্রমুখ।
মাহফুজুর জানান, আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ ডিসেম্বর তারিখ ধার্য্য করেছেন। সেদিন স্কয়ার হাসপাতালে খাদিজার চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক এবং খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ৫ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের প্রথম দিন বদরুলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন ১৭ জন। এই মামলায় ৩২ জনের সাক্ষ্যগ্রহণ করা হলো। মামলায় মোট সাক্ষী ৩৭ জন রয়েছে।
উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে ক্যাম্পাসেই খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র বদরুল আলম। ঘটনার পরে শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
হামলার ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে আসামি করে মামলা দায়ের করেন। আদালতে দেয়া জবানবন্দিতে হামলার দায় স্বীকার করে বদরুল।
গত ৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগরীর শাহপরান থানার এসআই হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১৫ নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন

ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন

ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন