‘খাদিজার ডান পায়ে মুভমেন্ট আছে’

মাথায় ধারালো অস্ত্রের আঘাতে আহত সিলেটের কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এখনও অজ্ঞান থাকলেও তার ডান পায়ের নড়াচড়া দেখেছেন তার ছোটভাই শাহীন। সকালে স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখে এসে এ কথা জানান তিনি।
গত সোমবার সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুল আলমের চাপাতির কোপে আহত হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে খাদিজাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেদিনই তার মাথায় অপারেশনের পর তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা। সেই হিসাবে খাদিজার স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানানোর আজই।
খাদিজা কেমন আছেন সেটা জানতে সকাল থেকেই গণমাধ্যমকর্মীরা ভিড় করেন স্কয়ার হাসপাতালে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। একজন কর্মকর্তা কেবল বলেছেন, বিকাল পাঁচটার আগে খাদিজার ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ হবে না। বক্তব্য দিলে তখনই দেয়া হবে।
অবশ্য সকালে খাদিজাকে দেখে এসে তার এক স্বজন সিদ্দিকুর রহমান সুমন জানান, চিকিৎসকরা তাকে বলেছেন, খাদিজাকে আজও পর্যবেক্ষণে রাখা হবে, কাল ১২টার পর তার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
খাদিজার ভাই যা বললেন ‘সকালে হাসপাতালে খাজিদাকে দেখে এসে গণমাধ্যমকর্মীদেরকে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানান ছোট ভাই শাহীন। এ সময় তাকে কিছুটা আত্মবিশ্বাসী দেখাচ্ছিল।’
শাহীন বলেন, ‘ডাক্তার বলছে আরও কয়েকদিন অবজারভেশনের মধ্যে থাকতে হবে। তবে কিছুটা ইমপ্রুভ হয়েছে জানিয়েছে। আশা করি, আরও ইমপ্রুভ হবে।’
শাহীন বলেন, ‘তার ডান পায়ে মুভমেন্ট (নড়াচড়া) আছে। তবে সে এখনও প্রায় কোমায় আছে। তারপরও পরিস্থিতি স্টেবল-এটা বলা যায়।’
খাদিজার মৃত্যুর গুজব ছড়িয়েছে জানিয়ে এ ধরনের কোনো তথ্য না ছড়াতে গণমাধ্যম কর্মীদের অনুরোধও করেন এই তরুণীর ছোট ভাই। সেই সঙ্গে তার বোন যেন সুস্থ অবস্থায় ফিরতে পারে, সে জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন