খাদিজার শ্বাসনালীতে সফল অস্ত্রোপচার
ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের শ্বাসনালীতে অস্ত্রোপচার হয়েছে। বিষয়টি জানালেন স্কয়ার হাসপাতালের মেডিক্যাল পরিচালক ডা. মির্জা নাজিম উদ্দিন।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে মির্জা নাজিম উদ্দিন বললেন, নার্গিসের শ্বস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে সোমবার রাতে ছোট একটি সফল অস্ত্রোপচার করা হয়। তার লাইফ সাপোর্টের মাত্রাও কমিয়ে দেয়া হয়েছে।
মির্জা নাজিম বললেন, প্রথমে নার্গিসের মুখে টিউব ছিল। সেটি সরিয়ে এখন মুখের সামনে দেয়া হয়েছে। অবস্থা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত এভাবেই রাখা হবে।
তিনি আরো বললেন, এগুলো স্বাভাবিক চিকিৎসার প্রক্রিয়া। ধীরে ধীরে উন্নতি হচ্ছে নার্গিসের অবস্থা। সবাই দোয়া করবেন।
পরীক্ষা দিয়ে গেলো ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ থেকে ফেরার পথে ছাত্রলীগ নেতা বদরুলের হামলায় আহত হন নার্গিস। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে স্থানান্তর হরা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানেই তার মাথায় দ্বিতীয় অস্ত্রোপচার হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন
৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন
নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













