শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খাদিজার সঙ্গে সেলফি তোলা নিয়ে বিতর্ক

হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা খাদিজা বেগম নার্গিসের সঙ্গে সেলফি তুলে বিতর্ক সৃষ্টি করেছেন এক সংসদ সদস্য।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন খাদিজার সঙ্গে সাংসদ সাবিনা আক্তার তুহিনের একটি সেলফি ফেসবুকে পোস্ট করা হয়। সেলফিতে রয়েছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ অপু উকিলসহ আরেকজন নারী। এই ছবিটি ফেসবুকে আসার পর এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

সিলেটে বখাটে বদরুল গত সোমবার ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর। মঙ্গলবার খাদিজাকে আনা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেদিন বিকেলে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা জানান, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে মাত্র ৫ থেকে ১০ শতাংশ। তাকে লাইফ সাপোর্টে ৭২ ঘণ্টা পর্যাবেক্ষণে রাখা হবে। ৭২ ঘণ্টা না গেলে কিছুই বলা যাবে না।

বুধবার সকাল থেকে অনেক বিশিষ্ট ব্যক্তি খাদিজাকে দেখতে হাসপাতালে যান। অচেতন খাদিজাকে দেখতে হাসপাতালে যান সাংসদ সাবিনা আক্তার তুহিন, প্রাক্তন সাংসদ অপু উকিলসহ আরেকজন নারীও। সেখানে তারা আইসিইউতে গাউন পরা অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা অচেতন খাদিজাকে পেছনে রেখে সেলফি তোলেন। পরে সন্ধ্যা ৭টার দিকে ফেসবুকে পোস্ট করেন সেই ছবি।

তাদের এই সেলফি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পক্ষে-বিপক্ষে অনেকে অনেক মন্তব্য করেছেন। অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

একাত্তর টেলিভিশনের (নিউজ ডিরেক্টর) সৈয়দ ইসতিয়াক রেজা তার ফেসবুকে লিখেছেন, ‘যারা মৃতপ্রায় রোগীর পাশে দাঁড়িয়ে সেলফি তোলার লোভ সামলাতে পারে না, তারা কাবিখার গমের বস্তা দেখলে কী করে?…জনতা বলুন…।’

দৈনিক করতোয়ার প্রতিবেদক নাছিমা মীর লিখেছেন, ‘তারা একধরনের মানসিক রোগী।’

আবু আল সিনহা নামের একজন লিখেছেন, ‘পুরোই বিরক্তিকর। কমনসেন্স এর অভাব। মানবিকতা হারিয়ে অমানবিক হয়ে যাচ্ছি আমরা। সেলফি এক নেশার নাম।’

কুমকুম আক্তার নামের একজন লিখেছেন, ‘এটা মানসিকতার পরিচয় বহন করে। এর বেশি কিছু বলতে বিবেক সায় দেয় না।’

ওই ছবি ফেসবুকে আসার পর সাংসদ সাবিনা আক্তার তুহিন তার ফেসবুকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি স্ট্যাটাস দেন। যে স্ট্যাটাসে তিনি খাদিজার সঙ্গে সেলফি তোলার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন।

সাংসদ তুহিন তার প্রথম স্ট্যাটাসে বলেন, ‘আমরা কালকে খাদিজা নামের যে মেয়েটা মারা গেছে বলে যে তথ্য বের হয়েছে, এটা দেখাতে চেয়েছি মেয়েটা বেঁচে আছে এবং এর জন্য ছবিটা তোলা। বদরুলের ফাঁসি চেয়ে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে। নারী হিসেবে মেয়েটির পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে তার পাশে আছি, এটা বোঝানোর জন্য তার ব্যাপারে স্ট্যাটাস দেওয়া। ভাল মনমানসিকতা নিয়ে তার পাশে একজন নারী হিসেবে পশুর বিচার চেয়ে স্ট্যাটাস দেওয়া হয়েছে। ছাত্রলীগের নামধারী যে এখন ছাত্রলীগ করে না, আমরা তার পক্ষে না। আমরা নির্যাতিতের পক্ষে। তাই এ ছবির অর্থ কেউ ভিন্নভাবে নিতে পারে। তবে আমার বা আমাদের কাছে এটি ছিল যে, আমরা সকল নির্যাতিত নারীর পক্ষে।’

পরে নিজের সেলফি তোলার সপক্ষে রাতে আরো বেশ কয়েকটি স্ট্যাটাস দেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন

রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ

যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন

যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন

  • ধর্ম উপদেষ্টা: মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
  • রাজশাহীতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙারির দোকানে
  • ২ ডিসেম্বর থেকে ঢাকা-যশোর-বেনাপোল রুটে ট্রেন চলবে
  • ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
  • রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ