খাদ্যমন্ত্রীর স্বীকারোক্তি, ১০ টাকার চাল বিতরণে ব্যাপক অনিয়ম
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা দরে চাল বিতরণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্বীকার করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।
কামরুল ইসলাম বলেন, ‘হতদরিদ্রদের জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছিল। কিন্তু দরিদ্রদের তালিকা তৈরির ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে। চাল বিতরণের সময় ডিলাররা মাপে কম দিয়েছেন। খাদ্য পরিদর্শকদের পরিদর্শনে এ চিত্র উঠে এসেছে।’
খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। ৪৪ জন ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে। ১১টি ফৌজদারি মামলা হয়েছে। দরিদ্রবান্ধব এ কর্মসূচিতে যারাই অনিয়ম করবে, তারা রেহাই পাবে না।’
খাদ্যমন্ত্রী ওই অনিয়ম প্রসঙ্গে আরো বলেন, ‘দরিদ্রদের জন্য ১০ টাকা দরে চাল আমাদের অঙ্গীকার ছিল। আমরা তা পূরণ করেছি। কিন্তু আমাদের এ কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে। তবে বাধাদানকারী যে দলের বা মতের হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে চালের দাম কমে সহনীয় পর্যায়ে আসবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন