খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ করা উচিত: ফখরুল
চালের দামের ঊর্ধ্বগতির জন্য সরকারের ‘অদক্ষতা ও দুর্নীতি’কে দায়ী করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুব দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন ঘোষিত ভিশন ‘টুয়েন্টি থার্টি’ নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। সরকারি দলের লাগামহীন দুর্নীতির কারণে খাদ্যের দাম বেড়ে গেছে। দেশের মানুষ আজ খাবার নিয়ে বিপাকে পড়ছে। দেশের খাদ্যের অভাব দেখা দিয়েছে। কিন্তু সরকার তা স্বীকার করতে চায় না। তারা নিজেদের অযোগ্যতা ও দুর্নীতি অন্যের ওপর চাপিয়ে দিতে চায়। তারা এখন বলে বেড়াচ্ছে চালের দাম বৃদ্ধির সাথে বিএনপির ব্যবসায়ীরা জড়িত। এমন সঙ্কটময় পরিস্থিতি তৈরি করার দায়ে খাদ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’
তিনি বলেন, আজকে দেশে অত্যন্ত এলার্মিং সিচুয়েশন, গণমাধ্যমে খবর বেরিয়েছে আমাদের খাদ্য মজুদ মাত্র ১ লাখ ৯১ হাজার টনে নেমে এসেছে। কেনো? সরকারের দূরদর্শীতার অভাব, সরকারের দুর্নীতি ও অদক্ষতার কারণে এ অবস্থা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, চালের দাম যেভাবে বেড়েছে-এটা অশনি সংকেত। এজন্য সরকারই দায়ী। খাদ্যমন্ত্রীর উচিৎ পদত্যাগ করে নতুন খাদ্য মন্ত্রী নিয়োগে সহায়তা করা। আসলে এ সরকার দুর্নীতির মাধ্যমে, দখলদারিত্বের মাধ্যমে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে।
খাদ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। এখন চালের দাম ৫০ থেকে ৬০ টাকা। তারা স্বীকার করতে চায় না, ভয়ে বলতে চায় না উদোর পিন্ডি বুঁদোড় ঘাড়ে চাপানোর চেষ্টা করে।
তিনি বলেন, খাদ্যমন্ত্রী শুক্রবার বলেছেন,অসাধু ব্যবসায়ী আর বিএনপির ব্যবসায়ীরা নাকি চালের দাম বাড়িয়ে দিয়েছে। নিজের অযোগ্যতা ও দুর্নীতিকে ঢাকার জন্য সব কিছু উদ্দেশ্যমূলকভাবে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন