খাদ্যমন্ত্রী : খাদ্য ব্যবস্থাপনাকে অনলাইনের আওতায় আনা হচ্ছে
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতের মাধ্যমে খাদ্য ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
খাদ্য বিতরণ পদ্ধতিকে অনলাইন মনিটরিংয়ের আওতায় আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ডিজিটাল পথে চলছে। তাই সার্বিক খাদ্য ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করে আমরা তা অনলাইনের আওতায় আনতে চাই।’
খাদ্যমন্ত্রী বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত ‘ফুড স্টক এন্ড মার্কেট মনিটরিং সিস্টেম-মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রোজেক্ট’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন।
তিনি বলেন, অনলাইন মনিটরিংয়ের মাধ্যমে দেশের সব স্তরের খাদ্য ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করা হবে। যাতে করে সারা দেশের খাদ্য গুদামের সর্বশেষ কি অবস্থা, কি পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে তা সকলে জানতে পারে।
এডভোকেট কামরুল বলেন, ‘এভাবে আমরা প্রতিদিনের স্টক সিস্টেম সম্পর্কেও জানতে পারব। দেশের প্রতিটি খাদ্য গুদামকে অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে মনিটরিং করা হবে।’
খাদ্যমন্ত্রী বলেন, দেশে তথ্য-প্রযুক্তির যে ছোঁয়া লেগেছে তাতে সব কিছু এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনার পিছিয়ে থাকার কোনো কারণ নেই। এছাড়াও বেসরকারি পর্যায়ে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে নজরদারি করা হবে।
খাদ্য সচিব কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, প্রোজেক্ট পরিচালক গাজিউর রহমান, বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার ম্যানিভেল সিনিসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিরেন। বাসস
এই সংক্রান্ত আরো সংবাদ

নাহিদ: আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগীদের কাছে ৫ আগস্ট অবশ্যই দ্বিতীয় স্বাধীনতা
গত ১৬ বছর যারা আওয়ামী দুঃশাসনের ভুক্তভোগী হয়েছেন তাদের কাছেবিস্তারিত পড়ুন

দেশে গ্যাস অনুসন্ধানে মস্কোর সহযোগিতা চায় ঢাকা
রাশিয়ার প্রতিষ্ঠান গ্যাজপ্রম বাংলাদেশের সমুদ্র ও সমতল এলাকায় আরও গ্যাসবিস্তারিত পড়ুন

ঈদের চাঁদ দেখা নিয়ে যে আহ্বান জানালো সৌদি আরব
শেষের পথে সারাবিশ্বের মুসলমানদেরে পবিত্রতম মাস রমজান। অপেক্ষা ঈদ-উল-ফিতরের। রমজানবিস্তারিত পড়ুন