খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ শিশুসহ ১২জন হাসপাতালে ভর্তি!!
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি|-
নীলফামারীর ডিমলায় বুধবার রাতে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের ৩ শিশুসহ ১২জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি কৃতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। বুধবার রাত ৯টার পর ডিমলা হাসপাতলে আক্রান্তদের ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সুত্রে জানা যায়,উক্ত উপজেলার নাউতরা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি গ্রামের মৃত মোজাফফর হোসেনের পুত্র আব্দুস সাত্তার (৬৫), আব্দুস সাত্তারের কন্যা ৯ম শ্রেনীর ছাত্রী ছবি আক্তার (১৫), পুত্র এসএসসি পরীক্ষার্থী নুর আলম সিদ্দিকুর রহমান (১৬), গোলাম রাব্বানী (২০), আব্দুল হাই (২২), ফরিদুল ইসলাম (২৫), আব্দুর রশিদের শিশুপুত্র ফাহিম (৩), আব্দুল সাদিক (৫), কন্যা রুমা আক্তার (২৬), আজাদের স্ত্রী মিনা আক্তার (২৩), আব্দুল হাই শিশুপুত্র জিহাদ (৩), স্ত্রী জবেদা বেগম (২৫)।
আব্দুল হাইয়ের স্ত্রী জবেদা বেগম ধারনা করে বলেন, বুধবার দুপুরে গতকালের (মঙ্গলবার) রান্না করা নাপা শাক দিয়ে ভাত খেয়েছিলেন। সন্ধ্যার পর সকলে একই সঙ্গে অসুস্থ হয়ে যাই। ডিমলা হাসপাতালের কর্মরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খাদ্যের বিষক্রিয়ার কারনে আকর্ষিক উদরাময় (পেটের পিড়া) দেখা দিয়েছে। সকলের বর্তমানে সুস্থ রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আটক নীলফামারীতে
নীলফামারীর সৈয়দপুরে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছর বয়সীবিস্তারিত পড়ুন
নীলফামারীর জলঢাকায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু !
এম ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারীর জলঢাকা উপজেলার ডোমার সড়কের দুন্দিবাড়িবিস্তারিত পড়ুন
নীলফামারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
নীলফামারীর কিশোরগঞ্জে ইটবোঝাই ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহতবিস্তারিত পড়ুন