খারাপ চরিত্রে অভিনয় করার মজাই আলাদা : প্রিয়াঙ্কা

হলিউড ছবি বেওয়াচ-এ নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
কিন্তু, তাতে নিজের একটুও খারাপ লাগেনি তার। বরং, নেগেটিভ চরিত্রে অভিনয় করে বেশ মজা পেয়েছেন।
টুইট করে একথা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। টুইটারে অভিনেতা জনশন, জ্যাক ইফোর্ন, আলেকজান্দারা ডাডারিও, কেলি রোহরবাচ ও জন বাসের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন তিনি।
টুইটারে তিনি লিখেছেন, “খারাপ চরিত্রে অভিনয় করার মজাই আলাদা।” তারপর সেখানে তার সঙ্গে থাকা সহ অভিনেতাদের ছবি ও তাঁদের নাম উল্লেখ করেছেন তিনি। তাঁদের সঙ্গে যে মজা করে কাটিয়েছেন তাও জানাতে ভোলেননি প্রিয়াঙ্কা।
নয়ের দশকের বিখ্যাত টেলিসিরিজ় বেওয়াচ অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সেথ জর্ডন। এবছর মে মাসে মুক্তি পাচ্ছে ছবিটি। তেল ব্যবসায়ী ভিক্টোরিয়া লিডসের ভূমিকায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা।
তার বিপরীতে রয়েছেন হলিউড অভিনেতা ডোয়েন জনসন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন