খালাসের রায় বাতিল, জেএমবি সদস্যের আমৃত্যু কারাদণ্ড
লক্ষ্মীপুর জেলা জজ আদালতে বোমা হামলার ঘটনায় জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য মোহাম্মদ আমজাদ আলীকে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন আপিল বিভাগ। তাঁকে খালাসের রায় দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ।
আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চে আরো ছিলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
এর আগে গত ৬ এপ্রিল হাইকোর্টের রায়ে খালাস পাওয়া আমজাদ আলীর পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।
ওই দিন মামলার অপর আসামি মাসুমুর রহমান ওরফে মাসুমের মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ৩ অক্টোবর লক্ষ্মীপুর জেলা জজ আদালতে বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। এতে আদালতে আসা মজিবুল হক নামের এক বিচারপ্রার্থী নিহত হন। এ ছাড়া আদালতের কর্মকর্তা, বিচারপ্রার্থীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দায়ের করা দুটি বিস্ফোরক ও হত্যা মামলায় ২০০৬ সালের ১৫ আগস্ট নিম্ন আদালত আসামি মাসুমুর রহমান মাসুম, আমজাদ হোসেন ও আতাউর রহমান সানি নামের তিনজনকে মৃত্যুদণ্ড দেন। এর বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালে হাইকোর্ট মাসুমের মৃত্যুদণ্ড বহাল রেখে আমজাদ হোসেনকে খালাস দেন। অপর আসামি আতাউর রহমানের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় তাঁকে মামলা থেকে বাদ দেওয়া হয়।
পরে হাইকোর্টের দেওয়া আমজাদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ এবং মাসুম মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
রায়পুরায় বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
‘আওয়ামী লীগ দেশের উন্নয়নের জন্য কাজ করে, ঘরের ছেলে ঘরেবিস্তারিত পড়ুন
মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় চার ফার্মেসিকে জরিমানা
লক্ষ্মীপুর জেলায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় ৪টি ফার্মেসিকে ৫২ হাজার টাকাবিস্তারিত পড়ুন
অবৈধ কোরবানির হাটে আদায় লাখ-লাখ টাকা! মোল্লার হাট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার একটি জনপ্রিয় হাট হচ্ছে মোল্লার হাট। কোরবানিবিস্তারিত পড়ুন