সভাপতির প্রতি অনাস্থা
খালেদাকে জাবি ছাত্রদলের দশ নেতার চিঠি

নবগঠিত শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানার ওপর অনাস্থা জানিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ১০ নেতা।
সোমবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে এ অনাস্থাপত্র জমা দেন তারা। অনাস্থা পত্রটি পাওয়ার কথা নিশ্চিত করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী।
শাখা ছাত্রদল সভাপতির ওপর অনাস্থা জ্ঞাপন করা জাবির নেতারা হলেন, সিনিয়র সহ-সভাপতি-১ মুরাদ হোসেন হীরা, সহ-সভাপতি-৫ নবিনুর রহমান নবীন, সহ-সভাপতি-৬ রাব্বি হাসান, সহ-সভাপতি-৭ ফয়সাল হোসেন, সভাপতি-৮ ইব্রাহিম খলিল বিপ্লব, সহ-সভাপতি-৯ শাহরিয়ার হক মজুমদার শিমুল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক-২ ইসরাফিল চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক-৩ ওয়াসিম আহমেদ অনীক, যুগ্ম সম্পাদক-৬ শামছুল হক।
এতে বলা হয়, সম্প্রতি জাবি ছাত্রদলের যে কমিটি গঠন করা হয়েছে তাকে সভাপতি হিসেবে সোহেল রানাকে মনোনীত করা হয়েছে। অথচ সোহেল রানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট। ২০১০ সালের ৫ জুলাই ছাত্রলীগের গ্রুপিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গ্রুপের হয়ে সে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় ছাত্রলীগের সভাপতি গ্রুপের এক কর্মী বাদী হয়ে সাধারণ সম্পাদক গ্রুপের ছাত্রলীগ কর্মী সোহেল রানাসহ একাধিক কর্মীর বিরুদ্ধে মামলা করে। সেই মামলায় সোহেল রানা সাত নম্বর আসামি ছিল। তার প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয়, যা ক্যাম্পাস সংশ্লিষ্ট সকলেই অবগত আছেন।
অনাস্থাপত্রে তারা আরও জানান, ‘এই অনুপ্রবেশকারী কোনোভাবেই শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারে না। তার নেতৃত্বে সংগঠনের কার্যক্রমে অংশগ্রহণ পরোক্ষভাবে আত্মহত্যার শামিল। শামীম হোসেন, মিজানুর রহমান রনি, আহসান হাবীব, রাধেশ্যাম বিশ্বাস রাজেশ- এরা এই কমিটি প্রকাশের আগের দিন পর্যন্ত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সত্ত্বেও কোন ঐশ্বরিক বার্তার মাধ্যমে ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে তা আমাদের বোধগম্য নয়’।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৭তম ব্যাচের সোহেল রানাকে সভাপতি ও একই বিভাগের ৩৮তম ব্যাচের আবদুর রহিম সৈকতকে সাধারণ সম্পাদক করে জাবি শাখা ছাত্রদলের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন