খালেদাকে তো হিড়হিড় করে টেনে আনবে না: সুরঞ্জিত
বিএনপি নেত্রী খালেদা জিয়া বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হলেও তাকে এখন গ্রেফতার করা হচ্ছে না বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করায় খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তার মানে এই নয় আজ মামলা হয়েছে, কাল উনাকে (খালেদা জিয়া) হিড়হিড় করে টেনে নিয়ে আসবে।”
দেশে কোন সামরিক শাসন চলছে না উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, “উনি আদালতে আত্মসমর্পণ করতে পারেন। আবারও জামিনের আবেদনও জানাতে পারেন। এটা সামরিক শাসন না যে, উনাকে হিড়হিড় করে টেনে নিয়ে আসবে।”
“মুক্তিযুদ্ধে সকল বিষয় সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। আর এজন্য মুক্তিযুদ্ধ নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করার সুযোগ নেই। এমনকি ৩০ লক্ষ শহীদের সংখ্যা, দাঁড়ি-কমা নিয়ে সংশয় প্রকাশ করলে তার বিরুদ্ধে মামলা হবে।”
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদার সংশয় প্রকাশ করার প্রসঙ্গ টেনে সুরঞ্জিত বলেন, “আমরা দেশের এক-দু’নম্বর নেতা হলেই যা ইচ্ছা তাই করতে চায়। বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়। তাই আমি তাকে (খালেদা) বললো- আইনের প্রতি শ্রদ্ধাশীল হন।”
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য বলেন, মুক্তিযুদ্ধ থাকলে উনি থাকেন না, উনার পাকিস্তান থাকে না, জামায়াত-শিবির থাকে না বলেই খালেদা এমন মন্তব্য করেছেন।
সম্প্রতি প্রধান বিচারপতির বিতর্কিত কিছু বক্তব্যের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ব্যক্তিগত কোন্দল বা আক্রোশের কারণে বিচার বিভাগকে জড়িয়ে কোন মন্তব্য করা যায় না। এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। বিচারপতিদের প্রতি আমাদের আলাদা সম্মানবোধ রয়েছে। তাই কথাবার্তা অত্যন্ত সংযত হয়ে বলতে হবে। যতো কম বলা যায় ততো ভালো।”
প্রধান বিচারপতির বক্তব্যের পর বিএনপি ছাগলের বাচ্চার মতো লাফাচ্ছে বলেও মন্তব্য করেন এই প্রবীণ আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, “বিএনপি বলছে- আওয়ামী লীগে নাকি ভূমিকম্প শুরু হয়ে গেছে। আওয়ামী লীগে ভূমিকম্প হওয়া এতো সহজ নয়। পেয়ে গেছি, পেয়ে গেছি বলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফানো শুরু করেছে।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এ শোকসভায় বক্তব্য রাখেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন