খালেদাকে ৩০০ মিলিয়ন ডলারের খোঁজ দিতে বললেন জয়
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘৩০০ মিলিয়ন ডলার তত্ত্বের’ কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। রোববার নিজের ফেসবুকের ভেরিভাইড পেজে তাকে জড়িয়ে খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যের তুমুল সমালোচনা করেন জয়।
জয়ের ফেসবুক স্ট্যাটাসের বাংলা অংশটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল :
‘একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর নাতির দিকে কাঁদা ছোড়া উচিত নয়। ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।
আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি। ১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিলো তারাও সেটি খুঁজে পায় নি। এমনকি এফবিআই সেটি পায় নি। এটা এজন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোন সম্পদ কোনদিন অর্জন করি নি। আমি তত ধনী নই।
অপরদিকে খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর।’
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে চোর অাখ্যা দিয়ে রোববার শ্রমিক দলের সমাবেশেও বলেছেন, ‘সে বাংলাদেশ থেকে ২৫শ’ কোটি টাকা চুরি করে দেশের বাইরে নিয়ে গিয়ে আরাম-আয়েস করছে। সাংবাদিক শফিক রেহমান জয়ের চুরির খবর জানেন বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। জয়ের দুর্নীতির খবর জানেন বলেই সরকারের রোষানলে পড়েছেন।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন