খালেদার চরিত্র পরিবর্তন হবে না : নাসিম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চরিত্র পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে মণি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে ‘অব্যাহত গুপ্তহত্যার মাধ্যমে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পরিকল্পিত ষড়যন্ত্রের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গণতন্ত্রী পার্টি আয়োজনে অ্যাড. মোহাম্মদ হোসেন স্মরণে এ সভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ নাসিম বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, সৎ সাহস থাকলে আপনি বলুন, গুপ্তহত্যার সঙ্গে নেই। যুদ্ধাপরাধীদের সঙ্গেও আপনি নেই। কিন্তু আমি জানি আপনি তা বলতে পারবেন না। এই সৎ সাহস আপনার নেই। আসলে বেগম জিয়া আপনার চরিত্র পরিবর্তন হবে না। আপনাকে পরাজিত করে সরকারে এসেছি, গুপ্তহত্যাও আমরা বন্ধ করব।
তিনি বলেন, দেশজুড়ে যে গুপ্তহত্যা চলছে কারা করেছ তা পরিষ্কার। যারা ২০১৪-১৫ সালে জ্বালাও-পোড়াও করেছে মানুষ পুড়িয়ে ক্ষমতায় অাসতে ব্যর্থ হয়েছে তারাই এসব গুপ্তহত্যার সঙ্গে জড়িত।
তিনি অারো বলেন, ৪২ বছর আগে দেশ বিরোধীরা যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল আজ সেভাবেই গুপ্তহত্যা করছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন ও তরিকত ফেডারেশেনের মহাসচিব সাংসদ এম এ আওয়াল উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন