‘খালেদার বিচারের জন্য গণদাবি তোলা হবে’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
তিনি বলেছেন, বক্তব্য প্রত্যাহার না করা হলে তার বিচারের জন্য গণদাবি তোলা হবে।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ত্রিশ লাখ শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়ার অবমাননাকর বক্তব্য প্রদানের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, খালেদার এ বক্তব্যের মাধ্যমে এটা পরিস্কার যে, তিনি যুব সমাজের মাঝে বিভ্রান্তি ছড়াতে চান। এজন্য সরকারের উচিত, তার নামে রাষ্ট্রদ্রোহী মামলা করা। এখন মামলা করা ছাড়া আর কোনো পথ নেই।
বঙ্গবন্ধুর খুনিদেরকে পুনর্বাসন করে তাদের চাকরি দেওয়ার অপরাধে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করার দাবিও জানান তিনি।
মন্ত্রী বলেন, পাকিস্তান ও জায়ামাত যে সুরে কথা বলে, সেই একই সুরে কথা বলেছেন খালেদাও।
পাকিস্তানের কাছে বাংলাদেশের যে ন্যায্য পাওনা তা আদায়ের জন্য সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানান তিনি।
সংসদের কেন্দ্রীয় কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মোঃ সালাউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মহাসচিব এমদাদ হোসেন মতিন, সাংগঠনিক সম্পাদক এবি সুলতান আহমেদ, কল্যাণ ও পুর্নবাসন সম্পাদক মোঃ আলাউদ্দিন, মহানগর কমান্ডার আমির হোসেন মোল্লা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন