‘খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পর হত্যার হুমকি দিচ্ছে’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার পর অনবরণ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে একটি মহল।
শনিবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ‘বিএনপিকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করতে চায় বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়।আওয়ামী লীগ কোনো দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করে না। জনগণই বিএনপিকে প্রত্যাখান করেছে।’
হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত ওই সভা হয়। সভায় আরো বক্তব্য রাখেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম বাবু, সিলেটের ডিআইজি মিজানুর রহমান, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, প্রাক্তন পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, আব্দুল হাই, সৈয়দ মোহাম্মদ শাহজাহান, শেখ বশির আহমেদ, আতর আলী, অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ প্রমুখ।
এরআগে ২১ জানুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলার অনুমোদন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৪ জানুয়ারি রোববার এ অনুমতির কপি হাতে পান তিনি। এরই পরিপ্রেক্ষিতে ২৫ জানুয়ারি সোমবার বিচারিক আদালতে মামলা করেন মোমতাজ উদ্দিন মেহেদী। মামলায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে সমন জারি করে আদালত।
উল্লেখ্য, গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’ খালেদা জিয়া বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক আছে। আজকে বলা হয়, এত লাখ মানুষ শহীদ হয়েছে। এটা নিয়েও অনেক বিতর্ক আছে’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে খালেদা জিয়া দাবি করেন, ‘তিনি বাংলাদেশের স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন তিনি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে মুক্তিযুদ্ধ হতো না।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন