শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

খালেদার মামলা: ‘সম্ভাব্য রায়’ নিয়ে চিন্তিত নয় বিএনপি

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলাগুলোর সম্ভাব্য রায় নিয়ে চিন্তিত নয় বিএনপি। বিএনপির কেন্দ্রীয় থেকে সহযোগী সংগঠনগুলোর নেতারা মনে করেন, মামলায় রায় নিয়ে দলের চেয়েও বেশি চিন্তা সরকারের। তাদের ধারণা, বর্তমান পরিস্থিতিতে মামলাগুলোর তেমন ভিত্তি ও আইনি জোর নেই।

খালেদা জিয়ার বিরুদ্ধে উচ্চ ও নিম্ন আদালত সহ কয়েকটি আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অরফানেজ, নাইকো ও গ্যাটকো দুর্নীতি মামলা এবং রাজনৈতিক মামলা চলছে। ইতোমধ্যে কয়েকটি মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে।

বিএনপির দফতর সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে অন্তত ২৫টি মামলা চলমান। এর মধ্যে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে অবরোধ চলাকালীন গাড়ি পোড়ানো, পেট্রোল বোমা নিক্ষেপ এবং বক্তব্য কেন্দ্রিক মামলা রয়েছে প্রায় ১১টি।

বিএনপির নেতাকর্মীদের অভিমত, খালেদা জিয়ার মামলাগুলো স্বাভাবিক প্রক্রিয়াতেই চলবে। আদালতের রায় নিয়ে তারা খুব একটা চিন্তিত নন। তাদের মতে, খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি নিয়মিত আদালতে হাজিরা দেন। তারা নিশ্চিত, রায়ে রাজনৈতিক প্রভাব থাকলে সেটি সরকারের জন্য বুমেরাং হয়ে দেখা দেবে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খালেদা জিয়ার বিভিন্ন মামলার আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, ‘সব মামলাতেই চার্জশিট গঠন করা হবে। নিম্ন আদালতে রায়ের পর হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলবে। খালেদা জিয়ার মামলার রায় নিয়ে আমরা আতঙ্কিত নই।’

খালেদা জিয়াকে ‘জনপ্রিয় রাজনীতিক’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে জেলে রাখা রিস্কি। সরকার এটার চেষ্টা করবে বলে মনে হয় না। আমরা আইনের পথেই তার মামলাগুলো মোকাবিলা করব। বিএনপি সাংবিধানিক দল, তার নিজস্ব গঠনতন্ত্র আছে, নির্বাচনকেই তারা গণতান্ত্রিক পথ মনে করে। তাই আইনের পথে লড়াই-ই প্রধান পথ।’

বিএনপিপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দীন আহমদেরও তেমনই অভিমত। তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়াকে জেলে পাঠানোর মতলব করে থাকলে তা বিএনপির জন্যই শুভ হবে। দল এখন যেটুকু নড়েবড়ে আছে তা দূর হবে, দল আরও চাঙ্গা হবে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেফতার করলে বা জেলে ঢোকালেই বিএনপিকে ভাঙা যাবে না। এটা বাড়াবাড়ি হবে, দুঃসাহসী কাজ হবে। জিয়ার আদর্শে অগ্রসর হতে চাইলে খালেদা জিয়া ও তার পরিবারের বিকল্প নাই।’

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এ বিষয়ে বলেন, ‘সরকার নানা কারণে ভীত। আর এই ভয় তাড়াতে চেয়ারপারসনকে গ্রেফতার বা তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগ। আইনি মোকাবিলা চলছে, প্রয়োজনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খানও এ ব্যাপারে নিশ্চিন্ত। তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে বা কোনও অনৈতিক রায় দিয়ে তাকে বিব্রত করবে না। বিএনপির নেতাকর্মীরা মনে করেন, সরকার এ ধরনের সিদ্ধান্ত নেবে না। নিলে তা ক্ষমতাসীনদের জন্য হিতে বিপরীত হবে।’

ছাত্রদলের সহ সভাপতি এজমল হোসেন পাইলট বলেন, ‘গ্রেফতার রাজনৈতিক জীবনের অপরিহার্য বিষয়। অতীতেও ম্যাডামকে গ্রেফতার করে দল ভাঙার চেষ্টা করা হয়েছে। তাতে লাভ হয়নি। বরং যারা এর সঙ্গে যুক্ত ছিল, তারাই লজ্জিত হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে খালেদা জিয়াকে গ্রেফতারের স্বপ্ন সরকার দেখে থাকলেও বাস্তবে তা অনেক দূর।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে এক-এগারোর সময়ের রাজনৈতিক মামলা আছে। যে মামলা ছিল বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও। তাই দেশে-বিদেশে এর কূটকৌশল সম্পর্কে সবাই জানে।’

ড. কামাল হোসেনের বক্তব্য

খালেদা জিয়ার মামলাগুলো নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনবিদ ড. কামাল হোসেন বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের মামলাগুলো চলছে, চলুক। রায়ের আগেই তাকে কারাগারে পাঠানোর চিন্তা বা ভিন্ন কোনও চিন্তা করা ঠিক নয়। আমাদের দেশের পাল্টাপাল্টি বক্তব্য নির্ভর রাজনীতির এটা একটা সমস্যা যে রায়ের আগেই সব কিছু চিন্তা করে ফেলা হয়। এটা ঠিক নয়। এখানে উচ্চ আদালত আছেন। তাই রায়ের অপেক্ষা করাই আমাদের জন্য উত্তম। আমি এর বেশি মন্তব্য করতে চাই না।’

খালেদা জিয়ার ‍বিরুদ্ধে যত মামলা

বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে প্রায় ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি দুদকের করা মামলা। বাকিগুলোর মধ্যে রয়েছে হত্যা, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়া সহ রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলা। এ বিষয়ে সানাউল্লাহ মিয়া বলেন, উনার বিরুদ্ধে সব মামলাই এখন বিচারাধীন। খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের করা মামলাগুলোর মধ্যে চারটি সেনা সমর্থিত ২০০৭ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা। বাকি দুর্নীতির মামলা সহ অন্যগুলো আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা।

সানাউল্লাহ জানান, দুদকের করা মামলাগুলো হলো- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, গ্যাটকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া দুর্নীতি মামলা ও নাইকো দুর্নীতি মামলা।

তিনি আরও জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর মধ্যে রাজধানীর গুলশান ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দু’টি, খুলনা সদর থানায় একটি এবং রাজধানীর যাত্রাবাড়ী থানায় তিনটি মামলা উল্লেখযোগ্য। গুলশান, কুমিল্লা ও খুলনার মামলাগুলো তদন্তাধীন। তবে যাত্রাবাড়ী থানার মামলাগুলোর অভিযোগপত্র দেওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে চারটি পিটিশন মামলা রয়েছে। এসব মামলাও তদন্তাধীন আছে বলে জানা গেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন

  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের
  • খালেদা জিয়ার ৩ রোগ বড় সংকট : চিকিৎসকরা
  • মুক্তিযুদ্ধের নামে বিএনপি ভাওতাবাজি করে : ওবায়দুল কাদের
  • দেশের মানুষ ঈদ করতে পারেননি
  • বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে রদবদল