খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর
বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনটি নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে মামলা মুলতবি করার আবেদনও নাকচ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিশেষ আদালতে হাজির হন খালেদা জিয়া।
এদিন বিচারক আবু আহমেদ জমাদারের প্রতি অনাস্থা প্রকাশ করে আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আবেদনে ন্যয়বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ ব্যাপার আদালত আদেশে বলেন, এ মামলার অভিযোগ গঠন হয়েছে প্রায় তিন বছর হতে চলল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইন অনুযায়ী ৬০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হয়। মামলার শেষ পর্যায়ে এসে এ ধরনের আবেদনের সুযোগ নেই। তাই আবেদন নামঞ্জুর করা হলো এবং মুলতবি করার আবেদন নাকচ করা হলো।
আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি ওই দুই মামলার পুনঃতদন্তের দাবি জানিয়ে খালেদা জিয়ার করা আবেদনের শুনানির দিনও ছিল আজ।
আত্মপক্ষ সমর্থনের শুনানির আগেই মামলার পুনঃতদন্তের বিষয়টি নিষ্পত্তির আবেদন জানান খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন খালেদা জিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন