‘খালেদা-তারেকের রাজনীতি করার অধিকার নেই’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানী এজেন্ট হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। খালেদা জিয়া ও তাঁর পুত্র তারেক জিয়া ও তাদের দোসররা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না। তাই এদের স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা।
রোববার রাতে জাতীয় সংসদ অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এমন মন্তব্য করেন। প্রথমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়া অধিবেশনের সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, প্রাক্তন মন্ত্রী ফারুক খান, প্রাক্তন প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রাক্তন হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোসলেম উদ্দিন, শেখ মোহাম্মদ নুরুল হক ও গাজী ম ম আমজাদ হোসেন মিলন, মকবুল হোসেন এবং জাতীয় পার্টির রওশন আরা মান্নান প্রমুখ।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক রাষ্ট্রপতির ভাষণকে বর্তমান সরকারের উন্নয়ন-সাফল্যের একটি অনন্য দলিল উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ সমৃদ্ধির সোপানে, উন্নয়নের গতিপথে। কিন্তু উন্নয়নের এই গতিপথকে রুদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলছে। মানুষকে পুড়িয়ে হত্যাকারী খালেদা জিয়া ও তাঁর পুত্র এই চক্রান্ত করছেন। পাকিস্তানের পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে প্রশ্ন তোলার সাহস দেখাচ্ছেন। আসলে পাকিস্তানের এজেন্ট হয়ে কাজ করছেন খালেদা জিয়া। খালেদা জিয়াদের অপকর্মের বিচার বাংলাদেশের মাটিতে একদিন হবেই। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের স্বাধীন দেশে থাকার, রাজনীতি করার কোনো অধিকার নেই। ’
ফারুক খান বলেন, ‘ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশ সামাজিক, গণতান্ত্রিক, অর্থনীতিসহ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ, সাহসীকতা ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব সারাবিশ্ব আজ স্বীকৃতি দিচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ, অগণতান্ত্রিক আন্দোলন যদি না থাকে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে। বিএনপি-জামায়াত জোট পুড়িয়ে মানুষ হত্যার ঘৃণ্য রাজনীতি আমরা দৃঢ়ভাবে মোকাবেলা করে তাদের বাধ্য করেছি গণতান্ত্রিক রাজনীতির পথে আসতে। দেশের মানুষের এখন দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করার ক্ষমতা আছে। বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে তার নেতৃত্বেই লক্ষ্যে পৌঁছাবো।’
সাগুফতা ইয়াসমিন বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কটাক্ষ করে তাদের বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। দেশের প্রজন্ম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন-সফলতার রাজনীতির পক্ষে, রাজাকার-যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদী খালেদা জিয়ার বিপক্ষে। ক্ষমতার লোভে এই বিএনপি নেত্রী মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, বিদেশিদের হত্যা করেছে, দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ কারণে জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে।’
ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, ‘এখন আর জ্বালাও-পোড়াও, পুড়িয়ে শিশু, ছাত্র, পুলিশসহ সাধারণ মানুষকে হত্যার চিত্র নেই। যারা এই অপরাজনীতি করেছিল, তারা এখন জনগণ থেকে প্রত্যাখ্যাত, ঘৃণিত। তাদেরকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করতে হবে।’
জাতীয় পার্টির রওশন আরা মান্নান বলেন, ‘রাজধানীতে তীব্র যানজটের কারণে প্রতিদিন ১২ হাজার কোটি টাকার জ্বালানি খরচ হচ্ছে। প্রতিদিন আড়াইশ নতুন গাড়ি রাস্তায় নামছে। যা সত্যিই উদ্বেগজনক।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন