খালেদা-তারেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী
বিএনপির চেয়ারপারসন পদে খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান পুন:রায় নির্বাচিত হয়েছেন। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৯ তারিখ কাউন্সিলের আগেই তারা নির্বাচিত হন।
আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এ ঘোষণা দেন।
এর আগে বুধবার বেলা পৌনে ১১টার দিকে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে চেয়ারপারসন পদে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অন্যদিকে একইদিন বেলা সাড়ে তিনটার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তারেক রহমানের এজেন্ট ও বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান।
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী, ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করার সময় বেধে দেয়া হয়। কিন্তু মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময়ে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া আর কেউ মনোনয়ন সংগ্রহ করেন নি।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন