খালেদা-ফখরুলের সঙ্গে সিলেট বিএনপি নেতাদের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করেছেন সিলেট বিএনপির নব নির্বাচিত নেতারা। শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তারা সাক্ষাত করেন। এ সময় খালেদা জিয়া সিলেট বিএনপির নব নির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রম পরিচালনার ব্যাপারে দিকনিদের্শনা দেন।
এর আগে শনিবার সন্ধ্যায় তারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এসব বিষয় বাংলামেইলকে জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
তিনি জানান, শনিবার রাত ১০টার দিকে তারা বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান। সেখানে খালেদা জিয়ার সঙ্গে তারা প্রায় আধঘণ্টা সময় বৈঠক করেন। এসময় খালেদা জিয়া নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানান।
তিনি আরো জানান, সাক্ষাতকালে খালেদা জিয়া তৃণমূল নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সকলকে ঐক্যবদ্ধ করে দলীয় কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে দিকনিদের্শনা দেন। এছাড়াও সিলেটে বিএনপির বর্তমান অবস্থার সম্পর্কে খোঁজ খবর নেন খালেদা।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়াপারসেনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নূরুল হক, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এম এ হক, জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, হাসান আহমদ পাটোয়ারী রিপন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
এর আগে শনিবার সন্ধ্যায় তারা পৃথকভাবে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় মির্জা ফখরুল বলেন, ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতা আঁকড়ে আছে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। তৃণমূল থেকে আন্দোলন শুরু করে বর্তমান ‘ফ্যাসিবাদি’ সরকারকে হটানো সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।’
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে গোপন ব্যালেটের মাধ্যমে তিনটি পদে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন কাউন্সিলররা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন