”খালেদা সাম্প্রদায়িক জঞ্জালের প্রশ্রয়দানকারী”
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাম্প্রদায়িক জঞ্জালের প্রশ্রয়দানকারী বলে অভিহিত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশকে গণতন্ত্র ও সমৃদ্ধির পথে চলতে হলে খালেদা জিয়ার রেখে যাওয়া জঞ্জাল ঝেড়ে ফেলতে হবে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা কাজী আরেফ আহমেদ হত্যার ১৭তম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কাজী আরেফ ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।
জাসদের সভাপতি ইনু বলেন, “জঙ্গি-জামায়াতকে নিষিদ্ধ করার পাশাপাশি সাম্প্রদায়িক জঞ্জালকে প্রশ্রয় দানকারী খালেদা জিয়াকেও রাজনীতি থেকে বাদ দিতে হবে। দেশকে নিরাপদ পথে পরিচালিত করতে জঙ্গি-রাজাকার-খালেদা জিয়াকে বাদ দেওয়ার বিকল্প নেই।”
স্বাধীনতা ও গণতন্ত্র বিষয়ে কোনো লেনদেন হয় না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, রাজাকার, সামরিক ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে কোনো আপোষরফা হয় না।
কাজী আরেফের রাজনৈতিক জীবন সম্পর্কে বলতে গিয়ে জাসদ সভাপতি বলেন, “কাজী আরেফ পাকিস্তানের ভেতর থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে সংগ্রাম ও যুদ্ধের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জনে তার পাশে থাকা মানুষদের অন্যতম ছিলেন কাজী আরেফ।”
কাজী আরেফ ফাউন্ডেশনের সহসভাপতি খন্দকার হেনা মাসুদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজ উদ্দীন আহমেদ, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আজিজুল হক ভূঁইয়া, ময়নুল হক মঞ্জু, এম এ জলিল, সালমা সুলতানা প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন