খালে পাওয়া সেই অস্ত্রের মালিক কে..??
রাজধানীর উত্তরার ১৬ নম্বর সেক্টরে বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মালিককে খুঁজছে পুলিশ।
এজন্য একটি তদন্ত সহায়ক কমিটিও গঠন করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান জানান, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার শেখ নাজমুল আলমকে এ কমিটির প্রধান করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে ডিবির উপ-কমিশনার খন্দকার নুরুন্নবীকে।কমিটিতে অতিরিক্ত উপ-কমিশনার আশিকুর রহমান, মাহফুজুল ইসলাম, গোলাম মোস্তফা রাসেল ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার সুমিত জোয়ারদার রয়েছেন। কমিটির সদস্যরা প্রথমে একটি সভা করবে। এরপর তারা ঘটনাস্থল পরিদর্শন করবে বলেও জানান তিনি।
গত ১৮ জুন বিকেল ৪টার দিকে উত্তরার বৌদ্ধমন্দিরের পাশের খাল থেকে ৮টি ট্রলি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগ খুলে ৯৫টি
বিদেশি ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, দু’টি দেশি ৭ দশমিক ৬২ (মি.মি) বোরের পিস্তল, ১৮৯টি ৭ দশমিক ৬৫
(মি.মি) পিস্তলের ম্যাগজিন, ১০টি গ্লোপ পিস্তলের ম্যাগজিন, ২৬৩টি এসএমজি ম্যাগজিন, ২২০ রাউন্ড ৭ দশমিক ৬৫ (মি.মি)
বোরের পিস্তলের গুলি, ৮৪০ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ১০টি বেয়নেট, গুলি তৈরির ১০৪টি ছাচবোর্ড ও ১৯টি অস্ত্রের বাট
পরিষ্কার করার যন্ত্র পাওয়া যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
তারেক রহমান: ভোটের অধিকার নিশ্চিত না হলে বাজার সিন্ডিকেট মুক্ত করা অসম্ভব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “স্বৈরাচার বা ফ্যাসিবাদমুক্ত পরিবেশেওবিস্তারিত পড়ুন
জামায়াত সেক্রেটারি: দেশে আরেকটি বিপ্লব হবে, সেটি হবে ইসলামি বিপ্লব
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “৫ আগস্টেরবিস্তারিত পড়ুন
ফখরুল: বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না
বাংলাদেশে এখন গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে মন্তব্যবিস্তারিত পড়ুন