খাসজমির দখল বুঝাতে গিয়ে তহসিলদারকে গাছে বেঁধে গনপিটুনি
নতুন ইজারাদারকে জমি বুঝিয়ে দিতে গিয়ে ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তাসহ (তহসিলদার) চারজনকে গনপিটুনি দিয়েছে দখলদাররা।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দখলদারদের উচ্ছেদ করে তাদেরকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে পিটিয়ে আহত করেছে তারা।
খবর পেয়ে কালিগঞ্জের নির্বাহী অফিসার ও পুলিশ তাদের উদ্ধার করেছে।
কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাসুম জানান, ওই এলাকার দেবাড়িয়া চাঁদকাটি মৌজায় ২৬.৩৩ একর খাসজমি নিকটস্থ কয়েকটি পরিবার ১৯৭৫ সাল থেকে জবর দখল করে রয়েছে। তারা বিধি মোতাবেক ইজারা গ্রহণে সম্মত না হওয়ায় সাতক্ষীরার মুন্সিপাড়ার মো. মোস্তাফিজুর রহমানকে ১২.৫০ একর জমি ইজারা দিয়ে সেখানে লাল পতাকা তুলে দখল বুঝিয়ে দেয়া হয়।
তিনি বলেন, কয়েকদিন পর সেই লাল পতাকা ছিঁড়ে ফেলে ইজারগ্রহীতাকে তাড়িয়ে দেয় দখলদাররা। এ বিষয়ে জেলা প্রশাসক আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
সহকারী কমিশনার জানান, বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অফিসের লোকজন সেখানে পৌঁছাতেই দখলদাররা তাদের মারপিট করে গাছের সঙ্গে বেঁধে রাখে। এতে তহসিলদার বাসারত হোসেন, সহকারি তহসিলদার ফয়েজ আহমেদ, অফিস সহকারী ইমরান ও কাজী আলাউদ্দিন আহত হন। তারা কর্মকর্তাদের দুটি মোটরসাইকেলও ছিনিয়ে নেয়।
খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনুদ্দিন হোসেন, ওসি লস্কার জায়েদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। এ সময় দখলদার জাহাঙ্গীর হোসেন, তার স্ত্রী মাহফুজা ও রিজিয়া খাতুন নামের তিনজনকে গ্রেফতার করা হয়।
পরে জাহাঙ্গীরকে দুই বছর ও দুই নারীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারে সহকারি কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাসুম।
এ ব্যাপারে দণ্ডপ্রাপ্তরা জানান, তারা সরকারের খাসজমিতে রয়েছেন ১৯৭৫ সাল থেকে। ওই জমি ডিসিআর নেয়ার জন্য ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজি শওকত হোসেনকে তারা সোয়া লাখ টাকা দিয়েছেন।
এই টাকা গ্রহণের কথা স্বীকার করে চেয়ারম্যান গাজি শওকত হোসেন বলেন, ‘আমি ডিসিআর গ্রহণের প্রক্রিয়া করছিলাম। এরই মধ্যে এসব ঘটনা ঘটে গেল।’
এই সংক্রান্ত আরো সংবাদ
ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
নারায়নগঞ্জে কোটা আন্দোলনকারীর উপর আক্রমন
নিজস্ব প্রতিবেদক : নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ এলাকায় কোটা আন্দোলনকারী সংগঠকবিস্তারিত পড়ুন