খুনের ঘটনায় আইনজীবীদের নিন্দা-প্রতিবাদ
মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠন ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল।
বুধবার (২৭ এপ্রিল) দুপুরে ন্যাশনাল ল’ইয়ার্স কাউন্সিল প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের নাগরিকদের জানমালের নিরাপত্তা দেয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের জানমালের নিরাপত্তা দিতে এবং খুনিদের শনাক্ত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এ সকল হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আইনজীবীদের এই সংগঠন।
সংগঠনের পক্ষ থেকে আরো বলা হয়, দেশে সম্প্রতি ঘটে যাওয়া সিরিজ হত্যাকাণ্ডে তারা শঙ্কিত। এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত দোষীদের শনাক্তপূর্বক আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারের ও বিচারের জোর দাবি জানান তারা।
সংগঠনটির পক্ষে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্য থেকে বিবৃতি দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, এস এম জুলফিকার আলী জুনু, শফিউল্লাহ, আকবর হোসেন, হাদিউল ইসলাম মল্লিক, এমদাদুল হক, আরিফুল ইসলাম, নাসিমুল হাসান, সামসুল ইসলাম মুকুল, শিকদার জাহিদ, মোতাহার হোসেন, বাহাদুর, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, শফিকুল ইসলাম, আসাদুজ্জামান, হেমায়েত বাদশা, ফারজানা সুলতানা সাথী ও রাশেদুল হাসান সুমন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন